ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিডিবিএলে অবসায়ন করা ১০ মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৩:৩২, ৪ মে ২০১৭

সিডিবিএলে অবসায়ন করা ১০ মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবসায়নের এক বছর পরও ‘সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড’ (সিডিবিএল)-এর তালিকায় রয়ে গেছে ১০টি মিউচুয়াল ফান্ড। এ মেয়াদোত্তীর্ণ মিউচুয়াল ফান্ডগুলোকে লেনদেনের তালিকা থেকে উভয় স্টক একচেঞ্জ বাদ দিলেও এগুলোর নাম বাতিল করেনি সংস্থাটি। আর সিডিবিএল ফান্ডগুলোকে বাদ না দেয়ায় বিনিয়োগকারীদের পত্রকোষে এখনও রয়ে গেছে এসব ফান্ডের নাম। ফলে কর প্রদানের ক্ষেত্রে নানা ঝামেলা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের। নির্দিষ্ট মেয়াদ শেষে অবসায়ন হওয়া এ ফান্ডগুলো হচ্ছেÑ ফার্স্ট আইসিবি ইউনিট থেকে শুরু করে ৮ম আইসিবি ইউনিট ফান্ড, গ্রামীণ ওয়ান ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। হোসেন উদ্দীন নামক একজন বিনিয়োগকারী বলেন, এ ভোগান্তির জন্য দায়ী সিডিবিএল। তাদের গাফিলতির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। ইউনিট হোল্ডারদের ভোগান্তির কথা বিবেচনা করে সিডিবিএল কর্তৃপক্ষের উচিত দ্রুত পত্রকোষ থেকে এসব ফান্ডের নাম বাদ দেয়া। একই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রতিটি হাউসেই বিনিয়োগকারীদের পত্রকোষে এসব ফান্ডের লাখ লাখ ইউনিটের অস্তিত্ব দেখা যাচ্ছে। এতে বিনিয়োগকারীরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি আমাদেরও বেকায়দায় পড়তে হচ্ছে। কারণ বিনিয়োগকারীদের অভিযোগ আমাদের ভুলের জন্যই এমনি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি নিষ্পত্তি করতে পারেন সিডিবিএল কর্তৃপক্ষ। মূলত তাদের গাফিলাতির জন্যই এমন ঘটনা ঘটছে।’ বিষয়টি নিয়ে আলাপকালে সিডিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক শুভ্রকান্তি চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই। যারা টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে এটি নিয়ে আলাপ করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে ফান্ডগুলো বিশেষ করে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবসায়ন হওয়া নিয়ে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়। মেয়াদী মিউচুয়াল ফান্ডের অবসায়ন বা বেমেয়াদী ফান্ডে রূপান্তরে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা রিট স্থগিত করে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ। চেম্বার জজ আদালতে স্থগিত রিটের ওপরে আপিল শুনানির পর প্রধান বিচারপতি এস কে সিনহার চার সদস্যের গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×