ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লীর কাছে হায়দরাবাদের হার

প্রকাশিত: ০৮:১৯, ৩ মে ২০১৭

দিল্লীর কাছে হায়দরাবাদের হার

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথম ব্যাট করে যুবরাজ সিংয়ের ৪১ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেটে ১৮৫ রান তোলে হায়দরাবাদ। জবাবে ৫ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৮৯ রান তুলে জয় পায় দিল্লী। এটি চলতি আসরে দিল্লীর নবম ম্যাচে তৃতীয় জয়। আর ১১তম ম্যাচে চতুর্থ পরাজয়। এ হারেও ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে হায়দরাবাদ। আর তলানি থেকে ৬ নম্বরে উঠে এসেছে দিল্লী। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দিল্লী। হায়দরাবাদ এদিনও বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নামে। আগে ব্যাটিংয়ে নামলেও শুরু থেকেই ঝড় তুলেছে হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার ২১ বলে ৩০, শিখর ধাওয়ান ১৭ বলে ২৮ রান করে ভাল শুরু দিয়েছিলেন। দলীয় ৯২ রানে ৩ উইকেট হারালেও রানের গতিটা ভাল ছিল হায়দরাবাদের। এরপর যুবরাজ উইকেটে এসে তা-ব চালান। তিনি ৪১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৪০ রানের উদ্বোধনী জুটি পায় দিল্লী। খুব বড় কোন ইনিংস খেলতে পারেননি কেউ। মাঝারি ইনিংস উপহার দিয়েছেন সবাই। সঞ্জু স্যামসন ২৪ রানে ফিরে যান। তবে করুন নায়ার ২০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৯, ঋষভ পান্ত ২০ বলে ৩৪, শ্রেয়াস আইয়ার ২৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৩ এবং কোরি এ্যান্ডারসনের মাত্র ২৪ বলে ২ চার ও ৩ ছক্কায় করা অপরাজিত ৪১ রানে জয় ছিনিয়ে নেয় দিল্লী। ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তুলে বিজয় নিশ্চিত করে তারা।
×