ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমি অপব্যবহার রোধে শীঘ্রই সারাদেশে ডিজিটাল জরিপ ॥ সংসদে ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৮, ৩ মে ২০১৭

ভূমি অপব্যবহার রোধে শীঘ্রই সারাদেশে ডিজিটাল জরিপ ॥ সংসদে ভূমিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ ভূমির অপব্যবহার রোধ ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুতই সারাদেশে ডিজিটাল জরিপ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আমরা চেষ্টা করছি দ্রুত এটা সারাদেশে চালু করতে। ইতোমধ্যে তিনটি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। সরকারী দলের মোঃ সোহরাব উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমির সঠিক ব্যবহার করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভূমির অপব্যবহার বন্ধ হবে। সরকারী দলের আরেক সদস্য নবী নেওয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রত্যেক এলাকায় ভূমি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা সংসদ সদস্যরা। কাজেই প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ভূমির সঠিক ব্যবহার ও খাস জমি বন্দোবস্তে তাদের মতামত দেয়ার সুযোগ রয়েছে। বায়ু দূষণরোধে ১৪৬ কোটি টাকার প্রকল্প বায়ু দূষণে মনিটরিং, ইটভাঁটিতে বায়ু দূষণ রোধ, বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিধিমালা/নীতিমালা প্রণয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নির্মল বায়ু ও পরিবেশের টেকসই উন্নয়নকল্পে ১৪৬ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ‘নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ’ শীর্ষক এ প্রকল্পটি আগামী ২০১৯ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ তথ্য জানান। সরকারদলীয় এমপি মমতাজ বেগমের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ২০১০ সালের পূর্বে পরিবেশ অধিদফতরের ঢাকাস্থ সদর দফতর ও ৬টি বিভাগীয় কার্যালয়ে সীমাবদ্ধ ছিল। অনুমোদিত জনবল ছিল ২৪৪ জন। ২০১০ সালে ২১টি জেলায় পরিবেশ অধিদফতরের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করে জনবল ৭৩৫ জনে উন্নীত হয়েছে। সরকার রংপুর ও ময়মসিংহ বিভাগীয় অফিসসহ অবশিষ্ট ৪৩ জেলায় অফিস স্থাপনসহ ১৮৪টি নতুন পদ সৃজনের পদক্ষেপ নেয়া হয়েছে যা অনুমোদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
×