ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নূরুল ইসলাম হত্যা

শাহাবুদ্দীন নাগরী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ০৭:৩৭, ৩ মে ২০১৭

শাহাবুদ্দীন নাগরী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

আজাদ সুলায়মান ॥ ধানম-ির ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যা মামলার তদন্ত করতে গিয়ে আসামি শাহাবুদ্দীন নাগরী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় সরকারের আমলে হঠাৎ তার আত্মপ্রকাশ ঘটে কবি, সুরকার ও গায়ক হিসেবে। এ সময় বিটিভিতে প্রায়ই তাকে নিজের লেখা সঙ্গীত পরিবেশন করতে দেখা যেত। এদিকে নিহত নূরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার সুমি ছাড়াও তার আরও কজন বান্ধবীর সন্ধান মিলেছে। এ ধরনের তথ্যÑ হাতে নিয়ে তাকে এবার ৩ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ রিমান্ডের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা ধানম-ি জোনাল টিমের ডিবি পুলিশের ইন্সপেক্টর রবিউল আলম গত ২৯ এপ্রিল ছয় দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। ডিবি জানিয়েছে, রিমান্ড আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর মামলা। মামলাটি প্রথমে নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করে। সে সময় এ দুই আসামিকে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত ২৮ এপ্রিল মামলাটির তদন্ত ডিবি পুলিশকে দেয়া হয়। মামলাটির ঘটনা ক্লুলেস ও খুবই রহস্যজনক। মামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেই। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশের কাছে আংশিক তথ্য প্রদান করেছে। যা ঘটনার রহস্য উদ্ঘাটনে সহায়ক হবে। আবেদনে আরও বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হোক। অপরদিকে শাহাবুদ্দীন নাগরীর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তবে নুরানী আক্তার সুমির পক্ষে কোন আইনজীবী ছিল না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ১৭ এপ্রিল তাদের পাঁচদিন এবং ২৩ এপ্রিল চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৮ এপ্রিল তাদের কারাগারে পাঠানো হয়। নাগরী ও সুমি ফের রিমান্ডে ॥ কোর্ট রিপোর্টার জানান, কবি, গীতিকার ও গায়ক মোঃ শাহাবুদ্দীন নাগরী ও নিহত ব্যবসায়ী নূরুল ইসলামের স্ত্রী নূরানী আক্তার সুমির ফের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি পুলিশ নতুন করে ছয় দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর রবিউল আলম রিমান্ড আবেদন করেছিলেন। আসামি নাগরীর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তবে সুমির পক্ষে কোন আইনজীবী ছিল না।
×