ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়া কারাতেতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:২৪, ৩ মে ২০১৭

সাউথ এশিয়া কারাতেতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ অল ইন্ডিয়া কারাতে এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভারতের মিরাটে আয়োজিত দুইদিনব্যাপী সাউথ এশিয়া হাকুকাই কারাতে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্রসহ মোট ১০টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে স্বাগতিক ভারত এবং তৃতীয় হয় নেপাল। বাংলাদেশ হতে ১০ খেলোয়াড়, কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু, ম্যানেজার মেজর ভুমেউদ্দিন, সহকারী ম্যানেজার মোঃ ইয়াসিন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক (টিম লিডার) শেখ আলী আহসান বাদলসহ মোট ১৪ সদস্যের দল প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ দল আজ বুধবার দেশে ফিরবে। এই আসরে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ অংশগ্রহণ করে। বৈশাখী রাগবিতে নীল দল চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ বৈশাখী রাগবি টুর্নামেন্ট-১৪২৪’তে চ্যাম্পিয়ন হয়েছে নীল দল। ফাইনাল ম্যাচে নীল দল ১৫-১০ পয়েন্টে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আনোয়ার। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ জাহির আল স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, সহ-সভাপতি ব্যারিস্টার আনিস, আর্মি রাগবি টিমের ইনচার্জ মেজর আনিস ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি দীন ইসলামসহ অন্যরা। সেনাবাহিনীর জয় ২৮ গোলে জাতীয় হকি গোল্ডকাপ স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ‘এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপে’ মঙ্গলবারের সিলেট ২-২ গোলে ড্র করে রংপুরের সঙ্গে। দিনাজপুর ১৪-১ গোলে হারায় বরিশালকে। বিজয়ী দলের ইরফান হ্যাটট্রিক করেন। ঢাকা ৩-১ গোলে হারায় রাজশাহীকে। সেনাবাহিনী ২৮-০ গোলে বিধ্বস্ত করে ঝিনাইদহকে। বিজয়ী দলের মিলন হোসেন হ্যাটট্রিকসহ করেন ১২ গোল। আজ কোন খেলা নেই।
×