ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলি-গেইলদের এমন বিদায়!

প্রকাশিত: ০৬:২৪, ৩ মে ২০১৭

কোহলি-গেইলদের এমন বিদায়!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরে সবার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত তারকা খচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ‘সুপার’ বিরাট কোহলি, ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেইল, প্রোটিয়া ‘হার্ড-হিটার’ এবি ডি ভিলিয়ার্স, নিউ সেনসেশন কেদার যাদবÑ কাগজে কলমে সবচেয়ে তারকা খচিত ব্যাটিং লাইনআপ। অথচ এই দলটারই কি না এমন হাল। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটের হারে কোহলির দল। ১১তম ম্যাচে যেটি তাদের অষ্টম হার, বিপরীতে ২ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পয়েন্ট ৫। গ্রুপে নিজেদের বাকি ৩ ম্যাচের সবকটিতে জিতলেও তাই আশা নেই। অথচ এই সময়ের সেরা তিন বিস্ফোরক ব্যাটসম্যানকে নিয়েই দল সাজিয়েছিল বেঙ্গালুরু। কোহলি, এবি ডি ভিলিয়ার্স আর ক্রিস গেইলÑ তিন তিনটি টর্নেডো। যেন ‘অধিক সন্নাসীতে গাজন নষ্ট’। খেলাটা টি২০ হলেও আরও একবার প্রমাণ হলো, সাফল্যের জন্য ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দল হয়ে ওঠাটাই আসল। দায় তিনজনেরই। এখন পর্যন্ত আইপিএলে রান সংগ্রহের তালিাকায় কোহলি ১৪ নম্বরে। চোটের কারণে শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। ৭ ম্যাচে ৩৪.১৪ গড়ে ২৩৯ রান, হাফ সেঞ্চুরি ৩টি। কোহলি কিছুটা দায় নিজের কাঁধ থেকে সরাতে পারেন। ৭ ম্যাচে ডি ভিলিয়ার্সের রান ১৯৬, একটি হাফ সেঞ্চুরি। ৬ ম্যাচে গেইলের ১৫২। টি২০ যে কেবল ব্যাটসম্যানদের খেলা নয়, সেটি এই বেঙ্গালুরুকে দেখলে আরও স্পষ্ট হয়। এমন শিক্ষা তারা পেয়েছিল সেই ২০০৮-এ, আইপিএলের প্রথম আসরে। সেবারও একগাদা তারকা ব্যাটসম্যানের মেলা বসিয়ে ভজকট পাকিয়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। ও হ্যাঁ, এবারই আইপিএল ইতিহাসে সর্বানিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটা নিজেদের করে নিয়েছে বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারে কোহলিরা। অথচ এই কোহলিই আন্তর্জাতিক ক্রিকেটে তার দেশ ভারতকে ওড়াচ্ছেন, ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকেট আসলে এমনই।
×