ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজীবন নিষিদ্ধ লালমাটিয়া ক্রিকেট ক্লাব ও ফিয়ার ফাইটার্স;###;৪ বলে ৯২ রানের খেসারত

দশ বছর নিষিদ্ধ সুজন ও তাসনিম

প্রকাশিত: ০৬:২৪, ৩ মে ২০১৭

দশ বছর নিষিদ্ধ সুজন ও তাসনিম

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ক্রিকেটকে লজ্জা দেয়া হয়েছে। দেশের ক্রিকেটের গায়ে কলঙ্ক যুক্ত করা হয়েছে। বিশ্ববাসীর কাছে দেশকে ছোট্ট করা হয়েছে। এ অপরাধে লালমাটিয়া ক্রিকেট ক্লাবের বোলার সুজন মাহমুদ ও ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে আজীবন নিষিদ্ধ করা হয়েছে লালমাটিয়া ক্রিকেট ক্লাব ও ফিয়ার ফাইটার্সকে। শুধু তাই নয়, সেসব ম্যাচ পরিচালনা করা আম্পায়ারদেরও ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে লালমাটিয়া ক্রিকেট সেক্রেটারি আদনান রহমান দিপনকে পাঁচ বছরের জন্য ক্রিকেটীয় কর্মকা- থেকে নিষিদ্ধ করা হয়েছে। দুই ক্লাবের অধিনায়ক ও কোচদেরও ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিসিবির তদন্ত কমিটির প্রধান ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল মঙ্গলবার এ নিয়ে জানান, ‘দুজন বোলার (সুজন ও তাসনিম) ১০ বছরের জন্য নিষিদ্ধ। অধিনায়ক, ম্যানেজার ও দলের কোচ ৫ বছরের জন্য নিষিদ্ধ। দুই দল (লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্স) আজীবন নিষিদ্ধ।’ সঙ্গে যোগ করেন, ‘আম্পায়াররা খেলা ঠিকমতো পরিচালনা করতে পারেননি। তারা ছয় মাস করে নিষিদ্ধ হয়েছেন। দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করতে চায় তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। এছাড়া লালমাটিয়া ক্লাবের সংগঠক দিপনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ সত্যিই নজিরবিহীন সিদ্ধান্ত। গত ১১ এপ্রিল সিটি ক্লাব মাঠে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে সুজনের দেয়া ৪ বলে ৯২ রান বিশ্ব ক্রিকেটেই তোলপাড় সৃষ্টি করে। বিদেশের নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের অভিনব এই প্রতিবাদের খবর। এ ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আগেরদিন ইন্দিরা রোড ক্রীড়াচক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম হাসানের ৭ বলে ৬৯ রান দেয়ার ঘটনাও। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে দেয়া হলো বড় শাস্তি।
×