ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঙ্কানদের পরিচর্যায় গ্রেট ডোনাল্ড

প্রকাশিত: ০৬:২২, ৩ মে ২০১৭

লঙ্কানদের পরিচর্যায় গ্রেট ডোনাল্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের কন্ডিশনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংই যে দলগুলোর প্রধান অস্ত্র হয়ে উঠবে সেটি বলার অপেক্ষা রাখে না। বিষয়টি মাথায় রেখে পেসারদের দিকে আলাদা নজর দিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম নয়। শিরোপা জয়ের লক্ষ্যে শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই আলাদা একজন বোলিং পরামর্শক নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার এ্যালান ডোনাল্ড। সাবেক এই প্রোটিয়া পেসার বর্তমানে কাজ করছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্টের সহকারী কোচ হিসেবে। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাত্র দুই মাসের চুক্তিতে তিনি যোগ দেবেন শ্রীলঙ্কার সঙ্গে। আগামী ৯ মে থেকে এ্যাঞ্জেলো ম্যাথুজদের নিয়ে কাজ শুরু করবেন। ১৬ মে পর্যন্ত পাল্লেকেলে স্টেডিয়ামে দলের সঙ্গে ক্যাম্প করবেন ডোনাল্ড। এরপর শ্রীলঙ্কা কয়েকটি ওয়ানডে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। কোচ হিসেবে অনেকদিন ধরেই কাজ করছেন ডোনাল্ড। ২০০৭ সালে তিনি ছিলেন ইংল্যান্ডের বোলিং পরামর্শক। এরপর পালন করেছেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্বও। ইংলিশ কন্ডিশনের সঙ্গেও বেশ ভালই পরিচয় আছে। ‘সাদা বিদ্যুত’ খ্যাত তুখোড় এই পেসারের তত্ত্বাবধানেই ওয়ার্কশায়ার জিতেছিল দ্বিতীয় বিভাগের কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা। আর এখন তিনি পালন করছেন কেন্টের সহকারী কোচের দায়িত্ব। ইংলিশ কন্ডিশনের অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে গ্রুপ পর্বে ডোনাল্ডকে দাঁড়াতে হবে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ৫০ বছর বয়সী ডোনাল্ড ১৯৯১ থেকে ২০০৩ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন। শিকার করেছেন যথাক্রমে ৩৩০ ও ২৭২ উইকেট।
×