ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানের ‘বাইসাইকেল কিকে’ লিভারপুলের জয়

প্রকাশিত: ০৬:১৯, ৩ মে ২০১৭

কানের ‘বাইসাইকেল কিকে’ লিভারপুলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে লিভারপুল। কঠিন এক দ্বৈরথ জিতে ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে দ্য রেডসরা। সোমবার রাতে জার্মান মিডফিল্ডার এমরে কানের বিস্ময়কর বাইসাইকেল কিকে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। জার্গেন ক্লপের কোচিংয়ে দ্বিতীয়বারের মতো টানা তিনটি এ্যাওয়ে ম্যাচ জিতলো দলটি। আগেরদিন আর্সেনালকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে টটেনহ্যাম হটস্পার। লন্ডনের হোয়াইট হার্ট লেনে রবিবার আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। স্বাগতিকদের গোল দুটি করেন ডেলে আলি ও হ্যারি কেন। আর শীর্ষে থাকা চেলসি ৩-০ গোলে হারিয়েছে এভারটনকে। বর্তমানে ৩৫ রাউন্ডে ২০ নম্বর জয়ের পর ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থান ধরে রেখেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮১ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। আর ৭৭ পয়েন্ট নিয়ে ব্লুজদের ঠিক পরেই টটেনহাম হটস্পার। ৩৪ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৬৬, ম্যানইউয়ের ৬৫। তারা যথাক্রমে টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে। ৬০ পয়েন্ট নিয়ে আর্সেনাল ষষ্ঠ স্থানে। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পরও একই একাদশ মাঠে নামান ক্লপ। তার আস্থার প্রতিদান দিয়েছেন এমরে কান-এ্যাডাম লালানারা। কিকঅফের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন তারা। যদিও গোলের জন্য প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বিরতির আগে যোগ করা সময়ের খেলায় লুকাসের হাওয়ায় ভাসানো বলে বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন জার্মান ফুটবলার। শেষ পর্যন্ত ওই গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে খেলার ৪২ মিনিটে গোল পেতে পারতেন লালানা। ওয়াটফোর্ডের ডি বক্সের ২০ গজ বাহির থেকে দুর্দান্ত একটি শট নিয়েছিলেন ইংলিশ ফুটবলার। আর তার নেয়া শটটি গোলকিপারকে পরাস্তও করেছিল। কিন্তু ক্রসবার বঞ্চিত করে তাকে। ফিরতি বলটা ক্লিয়ার করেন স্বাগতিক ডিফেন্ডাররা। একই ঘটনার এ্যাকশন রিপ্লে দেখা যায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। যখন পোরডলের শট গোলবারে প্রতিহত হয়। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় লিভারপুলের। এখন কানের বিস্ময়কর গোলটি নিয়েই চারিদিকে আলোচনা। অনেকেই এটিকে বলছেন কানের ক্যারিয়ারের সেরা গোল। অনেকে আবার মনে করেন, এ মৌসুমের সেরা গোলের প্রতিযোগিতায় অনায়াসে যোগ হবে এটি। বিস্ময়কর গোল করতে পেরে কান নিজেও বেশ উচ্ছ্বসিত। বলেন, আমার ক্যারিয়ারের সেরা গোল এটি। আমি ফাঁকা জায়গা দেখেছি আর দৌড়ে গিয়েছি। প্রথমে হেড করার কথা ভেবেছিলাম। তবে পরে খুব বেশি ভাবিনি। সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ মিডফিল্ডার এ্যাডাম লালানাও। তিনি বলেন, এটা বিশ্বমানের এক গোল। যে কোন ম্যাচেই জয়সূচক গোল হতে পারে এটা। এই জয়ের পর আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী লালানা। এ প্রসঙ্গে তিনি বলেন, দারুণ এক জয় এটা। আমাদের এখন তিনটি ম্যাচ আছে। আর পুরো বিষয়টিই আমাদের হাতে। শুধু মনোযোগ ধরে রাখতে হবে। আরও একটি দারুণ জয় পেয়েছে চেলসি। তাইতো দিশেহারা এক দলের দায়িত্ব নিয়ে এখন ইতিহাস গড়ার পথে কোচ এ্যান্টোনিও কন্টে। যারা সামনে পড়ছে তাদেরই হারাচ্ছে তার ছেলেরা। এমন সাফল্যে চেলসি বস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। এভারটনকে হারানোর পর কন্টে বলেন, আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু। শেষ চার ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিজেদের করবে চেলসি। এ প্রসঙ্গে কন্টে বলেন, ম্যাচের পর অবশ্যই আমি শান্ত হব। কিন্তু জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করাটা খুব ভাল বলে মনে করি। এ জন্যই আমি বেঁচে আছি। আশা করছি লক্ষ্য পূরণ হবে। এদিকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলতে হলে এখন থকে বাকি সবগুলো ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখতে হবে বলে জানিয়ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার জুয়ান মাতা। মাতা বলেন, চলতি সপ্তাহে আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথম হচ্ছে ইউরোপা লীগে সেল্টা ভ্রমণ। একটি কথাই বলতে পারি স্পেনে তারা দারুণ ফুটবল খেলছে। এটা শুধু এই মৌসুমেই নয়। তাদের পরাজিত করতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। এর পাশাপাশি প্রিমিয়ার লীগে আর্সেনালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল।
×