ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫৩, ৩ মে ২০১৭

সরকারী প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ কর্মসূচী ঘোষণা করেছে। শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, এইচএসসি পাস করা স্টেনোগ্রাফারদের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে, কিন্তু স্নাতক ও স্নাতকোত্তর পাস করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের করা হয়েছে বঞ্চিত। কর্মসূচীর মধ্যে রয়েছেÑ আগামী ১১ মে প্রত্যেক উপজেলা সদরে মানববন্ধন ও নিজ নিজ সংসদ সদস্যদের কাছে আবেদন, ১৬ মে সকাল ১০টা থেকে প্রত্যেক বিদ্যালয়ের ১ ঘণ্টা এবং ১৭ মে একই সময় থেকে ২ ঘণ্টা কর্মবিরতি পালন, ১৮ মে প্রত্যেক জেলা সদরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ৮ জুলাই শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছেÑ প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদান, দ্রুত পদোন্নতিসহ সহকারী শিক্ষক পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি, স্টেনোগ্রাফারদের পদোন্নতি বাতিল করে প্রধান শিক্ষকদের উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী মনিটরিং কর্মকর্তা ও সহকারী ইন্সট্রাক্টর পদে পদোন্নতি, সমাপনী পরীক্ষা ছাড়া আগের মতো বিদ্যালয় ভিত্তিক সকল পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং প্রাথমিক শিক্ষকদের চাকরি নন ভেকেশনাল হিসেবে গণ্য করা।
×