ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা মামলায় ইউপি সদস্য রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫২, ৩ মে ২০১৭

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা মামলায় ইউপি সদস্য রিমান্ডে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে মেয়ে শিশুর ওপর পাশবিকসহ নানা নির্যাতনের বিচার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা ও মেয়ে আত্মহত্যার ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্য আবুল হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাওহীদ আল আজাদ গ্রেফতারকৃত আবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ওই ঘটনায় পুলিশের দায়িত্বে কোন অবহেলা আছে কি-না তা তদন্ত করতে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রেফতারকৃত মেম্বারের কাছে স্থানীয় কর্ণপুর ভিটিপাড়া গ্রামের হযরত আলী তার সাত বছরের শিশু সন্তান প্রথম শ্রেণীর ছাত্রী আয়েশাকে পাশবিক নির্যাতন, গরু চুরি ও বসতঘরের জায়গা দখলের সুবিচার না পাওয়ায় শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশু মেয়েকে নিয়ে তার বাবা আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই দিনই শ্রীপুর মডেল থানা পুলিশ গোসিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হোসেনকে আটক করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশে সোপর্দ করে। পরদিন নিহতের স্ত্রী হালিমা বেগম ওই মেম্বারসহ সাত জনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার বিকেলে ঢাকা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাওহীদ আল আজাদ আবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×