ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলার উড়োজাহাজে ৭ কেজি সোনা ॥ কাস্টমসে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৪৬, ৩ মে ২০১৭

ইউএস বাংলার উড়োজাহাজে ৭ কেজি সোনা ॥ কাস্টমসে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ ইচ্ছে করলে সোনার চালানটা তারা গায়েব করে দিতে পারতেন। কিন্তু তারা সেটা করেননি। সততার নজির সৃিৃষ্টর জন্য তারা নিজেরাই খবর দেন কাস্টমসকে। অভিযান চালানোর আগেই নিজেরাই ৭ কেজি ওজনের স্বর্ণের বারগুলো তুলে দেন কাস্টমসের হাতে। এ ঘটনা ঘটে সোমবার সকালে হযরত শাহ জালাল বিমানবন্দরে। এদিন একটি উড়োজাহাজে পরিত্যক্ত ৬ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ পেয়ে ঢাকা কাস্টম হাউসে হন্তান্তর করে বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলা। ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, কলকাতা থেকে ফ্লাইটটি আসার পর পরিষ্কার করার সময় স্বর্ণগুলো পাওয়া যায়। এরপর আমরা বিষয়টি ঢাকা কাস্টম হাউসে জানাই। পরে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা এসে স্বর্ণগুলো নিয়ে যান। তিনি বলেন, ফ্লাইটে কীভাবে স্বর্ণ এলো এটি নিশ্চিত করা কঠিন। আমাদের ফ্লাইট সিঙ্গাপুর, মালয়েশিয়াও যায়। কলকাতা যাওয়ার আগে কোন যাত্রী হয়ত স্বর্ণগুলো নিতে না পেরে ফেলে গিয়েছে। সব সময় সব সিট চেক করা হয় না, ফলে তখন ধরা পড়েনি। আমরা স্বর্ণ পাওয়ার বিষয়টি কাস্টমকে জানিয়েছি। কোন চোরাচালানের সঙ্গে ইউএস বাংলা সম্পৃক্ত নয়।
×