ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদ অধিবেশন শুরু, ৯ মে পর্যন্ত চলবে

প্রকাশিত: ০৫:৪৫, ৩ মে ২০১৭

সংসদ অধিবেশন শুরু, ৯ মে পর্যন্ত চলবে

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ অধিবেশনের শুরুতে গত ১১ মার্চ শেষ হওয়া বাজেট অধিবেশনের পর প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত করা হয়। এর আগে সভাপতিম-লীর সদস্য মনোনয়ন দেয়া হয়। যারা স্পীকার ও ডেপুটি স্পীকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিম-লীর সদস্যরা হলেন- মোঃ তাজুল ইসলাম, তালুকদার মোঃ ইউনুস, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফখরুল ইমাম ও সফুরা বেগম। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলতি অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো বা কমানোর দায়িত্ব দেয়া হয় স্পীকারের ওপর। বৈঠকে কমিটির সদস্য কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বি মিয়া, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। শোক প্রস্তাব গ্রহণ ॥ অধিবেশনের শুরুতে সাবেক প্রতিমন্ত্রী মোঃ নূরুল হুদা, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, ধীরেন্দ্র নাথ সাহা, এ কে এম আব্দুল খালেক চন্টু, কাজী মোঃ আনোয়ার হোসেন, এহসান আলী খান ও আহসান আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক জানানো হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা লাকী আখন্দ, জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুল বারী, ইংরেজী দৈনিক ডেইলি সান সম্পাদক আমির হোসেন, প্রখ্যাত সাংবাদিক কবি সিদ্দিক আহমেদ, সুরকার কুটি মনসুর ও অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলা, আফগানিস্তান সেনাঘাঁটিতে হামলা ও বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানানো হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। অধিবেশনে দুই নতুন এমপি ॥ মঙ্গলবার সংসদ অধিবেশনের প্রথম দিনে অংশগ্রহণ করেন দুটি উপ-নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও গোলাম মোস্তফা আহমেদ। প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এবং সন্ত্রাসীদের হাতে মঞ্জুরুল আলম লিটনের মৃত্যুতে শূন্য ঘোষিত আসনের উপ-নির্বাচনে তাঁরা নির্বাচিত হন। স্পীকার তাদের দু’জনকে কথা বলার সুযোগ দিলে তারা মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনী এলাকার জনগণের জন্য কথা বলার সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×