ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাওড়ে বাঁধ নির্মাণ- পাউবোর তিন কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৫:৪৪, ৩ মে ২০১৭

হাওড়ে বাঁধ নির্মাণ- পাউবোর তিন কর্মকর্তা  সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ হাওড়াঞ্চলে আগাম বন্যায় ফসলহানির ঘটনায় বাঁধ নির্মাণ ও মেরামত কাজ তদারকিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের দফতর থেকে পাঠানো এক নির্দেশনায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত চলার কথাও জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে পানি উন্নয়ন বোর্ডকে এই নির্দেশনা পাঠানো হয়। তিন কর্মকর্তা হলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার এবং সুনামগঞ্জ পাউবো বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন। কিশোরগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে আগাম বন্যায় বোরো ধানের বিস্তীর্ণ জমি তলিয়ে গিয়ে ব্যাপক ফসলহানি হয়েছে। এতে ওই সব এলাকার কৃষক এখন দিশাহারা।
×