ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে

প্রকাশিত: ০৫:২৪, ৩ মে ২০১৭

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় চলতি বছর বেড়েছে। গত চার মাসে সারা দেশে এক হাজার ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪২১ নারী-শিশুসহ এক হাজার ৫৫২ জন নিহত ও তিন হাজার ৮৩২ জন আহত হয়েছেন। এক জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, ২০১৬ সালের এই চার মাসে মোট এক হাজার ২৩৬টি সড়ক দুর্ঘটনা ঘটে; এতে ৩৮৩ নারী-শিশুসহ এক হাজার ৩১৪ জন নিহত ও তিন হাজার ৩৯৩ জন আহত হন। এই হিসেবে সড়ক দুর্ঘটনার হার গত বছরের তুলনায় এ বছর ১১ শতাংশ বেড়েছে। নিহত ও আহতের হার বেড়েছে যথাক্রমে ১৫ দশমিক ৮২ শতাংশ ও ১২ দশমিক ৯৩ শতাংশ। বেসরকারী সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি তাদের এই প্রতিবেদন প্রকাশ করে। ২২টি বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাহারি চশমা! পৃথিবীতে বর্তমানে কত বাহারি রং ও ঢংয়ের ফ্যাশন সামগ্রীই না দেখা যায়! দক্ষিণ ফ্রান্সের শহর হাইয়ার্স শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ফ্যাশন এ্যান্ড ফটোগ্রাফি উপলক্ষে শুক্রবার এই ডিজাইনার বিচিত্র মডেলের চশমা পরে পোজ দেন -এএফপি অসাধারণ ভঙ্গি! বাচ্চারা সত্যিই অসাধারণ-তা সে মানুষ বা পাখি যাই হোক! উত্তর জার্মানির গ্রোসেনাসপের কাছে ইকহোল্ট বন্যপ্রাণী সংরক্ষণ পার্কে মঙ্গলবার স্টর্ক পাখির চারটি ছানাকে অপরূপ ভঙ্গিতে তাদের বাবা-মার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় -এএফপি
×