ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণ চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

গ্রামের মানুষকে সঠিক সেবা প্রদান করুন

প্রকাশিত: ০৫:২৩, ৩ মে ২০১৭

গ্রামের মানুষকে সঠিক সেবা প্রদান করুন

স্টাফ রিপোর্টার ॥ গ্রামের মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করার জন্য তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য বহুমুখী কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। গ্রামাঞ্চলে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদায়ন দেয়াও ওই সব ধারাবাহিক কর্মসূচীর অংশ। নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বিষয়টি মনে রাখতে হবে। গ্রামের মানুষের সেবাগ্রহণ যেন ব্যাহত না হয়। এ বিষয়ে কোন ধরনের অনিয়ম ও অবহেলা সহ্য করবে না সরকার। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ৩৫তম বিসিএস স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত যথাক্রমে ৪৪২ চিকিৎসক ও নয় কর্মকর্তার যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্যসেবা বিভাগ) সচিব মোঃ সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন, মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। যোগদানকৃত নতুন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের যে স্থানে পদায়ন করা হবে, আগামী দু’বছর বাধ্যতামূলক তাদের ওই স্থানে থেকে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতে হবে। দু’বছরের আগে নতুন নিয়োগ পাওয়া চিকিৎকসরা নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। দু’বছর পর আপনাদের ভাল স্থানে পদায়ন করা হবে। বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা কষ্ট করে আর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলন করবেন না। জনগণ এখন আন্দোলন চায় না; কর্মসংস্থান চায়, জীবনের নিশ্চয়তা চায়। মোট কথা, মানুষ খেয়ে-পরে বাঁচতে চায়। নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করতে হবেÑ বিএনপি নেতাদের এমন দাবির জবাবে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এ সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। সংবিধান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন হয়, হয়েছে, বাংলাদেশেও হবে। সংবিধানের বাইরে কিছু করতে পারব না। অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনস্থ বিএইচএমএইচ পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার ফল স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়।
×