ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেনমার্কেও রফতানি হবে বাংলাদেশের সাইকেল

প্রকাশিত: ০৫:২২, ৩ মে ২০১৭

ডেনমার্কেও রফতানি হবে বাংলাদেশের সাইকেল

ইউরোপের বাজারে সাইকেল রফতানিতে শীর্ষ পাঁচ দেশের মধ্যে একটি বাংলাদেশ। এবার সাইকেলের সে বাজার আরও বিস্তৃত হচ্ছে। স্ক্যান্ডেনেভিয়ান দেশ ডেনমার্কেও রফতানি হবে বাংলাদেশের সাইকেল। আসছে অক্টোবরেই দেশটিতে সাইকেলের প্রথম চালান যাবে। এ বিষয়ে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ এ. মুহিত বলেন, ডেনমার্ককে সাইকেলের স্বর্গ বলা হয়। প্রচুর সাইকেলের চাহিদার দেশটিতে বাইসাইকেল রফতানি করা বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর। মাত্র দেড় বছর আগে ডেনমার্কে বাংলাদেশের দূতাবাস স্থাপন করা হয়। যদিও বাংলাদেশে ১৯৭২ সাল থেকেই দেশটির দূতাবাস রয়েছে। বর্তমানে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে ৮০০-৯০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। এরমধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের রফতানি করে বাংলাদেশ। যদিও এসব রফতানি পণ্যের সিংহভাগই তৈরি পোশাক পণ্য। -অর্থনৈতিক রিপোর্টার স্পেকট্রা কিউ টিভি উদ্ভাবন ওয়ালটনের টেলিভিশন প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ওয়ালটন। ওয়ালটন প্রকৌশলীরা গবেষণা করছেন কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির আগামী প্রজন্মের স্পেকট্রা কিউ টিভি নিয়ে। এলইডি টিভিতে ওয়ালটনের ২৮টি নতুন প্যাটেন্ট অনুমোদনের অপেক্ষায় আছে। গত বছর ওয়ালটনের এলইডি টিভির বিক্রি বেড়েছে ৩১৩ শতাংশ। গত বাণিজ্যমেলায় রেকর্ড পরিমাণ টিভি বিক্রি হয়েছে তাদের। এলইডি টেলিভিশনে বর্তমানে বাংলাদেশে সিংহভাগ বাজার ওয়ালটনের। জানা গেছে, ব্যাপক বিনিয়োগ করে আধুনিকায়ন করা হয়েছে ওয়ালটন টিভি কারখানা। দেশেই বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে আন্তর্জাতিকমান সম্পন্ন এলইডি টেলিভিশন প্রস্তুত হচ্ছে। গত বছর জার্মান থেকে আনা হয়েছে অপটিক্যাল গ্রেড এক্সট্রুশন মেশিন। অত্যাধুনিক হাইড্রোলিক ডাই কাটিং ও দ্রুতগতির ডট প্রিন্টিং মেশিন স্থাপনের কাজ চলছে। -অর্থনৈতিক রিপোর্টার
×