ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিআইবিএম ও মালয়েশিয়ার ইকলিফের চুক্তি

প্রকাশিত: ০৫:২১, ৩ মে ২০১৭

বিআইবিএম ও মালয়েশিয়ার ইকলিফের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং মালয়েশিয়ার দ্য ইকলিফ লিডারশিপ এ্যান্ড গবর্নেন্স সেন্টার। এ লক্ষ্যে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এ সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী এবং ইকলিফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব পেশওয়ারিয়া। সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং হেড অফ চ্যানচারি ইদহাম জুহুরি বিন মোহাম্মদ ইউনুস, বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ মোঃ আহসান হাবীব উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইবিএমের অনুষদ সদস্য এবং সরকারী-বেসরকারী ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের সক্ষমতা উন্নয়নে ১৯৭৪ সাল থেকে কাজ করছে বিআইবিএম। ইকলিফের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সমক্ষতা বাড়ানোর প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হবে। ২০ মে থেকে ভ্যাট মেলা অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন মূল?্য সংযোজন কর (ভ্যাট/মূসক) আইন নিয়ে ব্যবসায়ীদের ভীতি দূর করতে আগামী ২০ মে থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে ভ্যাট মেলা। চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। রমজান মাসে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এনবিআর সূত্রে আরও জানা যায়, প্রতিটি ভ্যাট কমিশনারেটে এ মেলার আয়োজন করা হবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে কাকরাইলের আইডিইবি ভবনে এ মেলার আয়োজন করা হবে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তাদের সমন্বয়ে টিম গঠন করা হবে। তারা ভ্যাট আইন এবং অনলাইনে নিবন্ধন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করতে কাজ করবেন। ভ্যাট মেলায় অনলাইনে নিবন্ধনসহ সব ধরনের সচেতনতামূলক কর্মসূচী নেয়া হবে। থাকবে তথ্যসেবা। দেশের বৃহত্তর স্বার্থে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন-১৯৯১ ও সংশ্লিষ্ট বিধিমালার সংস্কারের মাধ্যমে ভ্যাট ব্যবস্থার পদ্ধতিগত সহজীকরণ করা হয়েছে।
×