ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনবিএলের আয় বেড়েছে

প্রকাশিত: ০৫:২০, ৩ মে ২০১৭

এনবিএলের আয় বেড়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) আয় বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর কোম্পানির আয় বেড়েছে ২৫ দশমিক ৬৬ শতাংশ। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ২ টাকা ২৬ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা বা ২৫ দশমিক ৬৬ শতাংশ। ইপিএস বাড়লেও গত বছরের তুলনায় এ বছর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) কমেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে এনএভি হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ৪৭ পয়সা। সে হিসেবে এনএভি কমেছে ১ টাকা ১৯ পয়সা বা ৬ দশমিক ১১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার নূরানী ডাইংয়ের লটারির ড্র অনুষ্ঠিত স্থির মূল্য পদ্ধতিতে অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং এ্যান্ড সোয়েটারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হয়। গত ২ এপ্রিল থেকে নূরানী ডাইং এ্যান্ড সোয়েটারের আইপিও আবেদন শুরু হয়; যা ১০ এপ্রিল পর্যন্ত চলে। ৪৩ কোটি টাকার শেয়ারের জন্য ২৮ দশমিক ১২ গুণ আবেদন জমা পড়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×