ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘাড়ে ৮৫ কেজির বাছুর

প্রকাশিত: ০৫:১৯, ৩ মে ২০১৭

ঘাড়ে ৮৫ কেজির বাছুর

ভারতের কলকাতার বাসিন্দা আব্দুল মান্নান সকালে বাজার থেকে শশা কিনছিলেন। মাথা নুইয়ে শশা বাছাইয়ের সময় হঠাৎ করেই তার ঘাড়ের উপর পড়ে ৮৫ কেজি ওজনের একটি বাছুর। ঘটনাস্থলেই ছয় মাসের বাছুরটি মারা যায়। মাথা, পাঁজর ও পায়ে মারাত্মক আঘাত পান মান্নান। স্থানীয়রা জানান, বাছুরটিকে বাজারের পাশের চারতলা একটি ভবনের ছাদে বেঁধে রাখা হয়েছিল। -টাইমস অব ইন্ডিয়া ১৪৬ বছর বয়সে মৃত্যু ইন্দোনেশিয়ায় ১৪৬ বছর বয়স দাবি করা ব্যক্তিটি মারা গেছেন। তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ। ইন্দোনেশিয়ার জাভার মধ্যাঞ্চলের একটি গ্রামে তার বাড়ি। সোদিমেদজো নামের ওই ব্যক্তির কাছে থাকা নথিপত্র অনুযায়ী, তার জন্ম ১৮৭০ সালের ডিসেম্বরে। যদিও ১৯০০ সাল থেকে ইন্দোনেশিয়ায় জন্ম তারিখ নথিভুক্ত করা শুরু হয়। সোদিমেদজোর কাছে থাকা কাগজপত্র বৈধ। কারণ, সেগুলো তার দেয়া প্রমাণপত্র এবং তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তৈরি করা হয়েছে। -বিবিসি
×