ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেক্সাস ভার্সিটিতে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

প্রকাশিত: ০৫:১৮, ৩ মে ২০১৭

টেক্সাস ভার্সিটিতে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

ছাত্র হিসেবে তালিকাভুক্ত এক ব্যক্তির ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত ও তিন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন ক্যাম্পাসের মাঠে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর ইয়াহু নিউজের। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে। সন্দেহভাজনের নাম কেন্ডরেক্স হোয়াইট। জাঙ্কারের সঙ্গে বিতর্ক স্রেফ গুজব ॥ মে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জঁ ক্লো জাঙ্কারের সঙ্গে নৈশভোজকে কেন্দ্র করে যে বিতর্কের কথা উঠেছে, সেসব কথাকে স্রেফ ‘ব্রাসেলস গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী টেরেসা মে। ব্রেক্সিট সফল করতে টেরেসা মের আকাক্সক্ষা ও যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়নে প্রবাসীদের অধিকার সুরক্ষার বিষয়ে জুনের শুরুতেই সমাধান হবে কি না, সে বিষয়ে তাদের মতৈক্য ঘটেছে বলে একটি নিবন্ধে দাবি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। মে বলেন, নিবন্ধে যা দেখেছি, আমি সেটাকে বলবো স্রেফ ব্রাসেলস গুজব। নৈশভোজের পরপরই ইউরোপীয় কমিশনপ্রধান যা বলেছেন, তা খেয়াল করলে দেখবেন যে আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। গত সপ্তাহের নৈশভোজের পর একটি দৈনিকের নিবন্ধে বলা হয়েছে, নাগরিক অধিকার সুরক্ষার একটি সমঝোতার প্রতি টেরেসা মের পরামর্শে জাঙ্কার খুব ব্যথিত হয়েছেন।
×