ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কঠোর হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির

সীমান্তে দুই ভারতীয় সেনাকে হত্যা করে লাশ বিকৃত করল পাকিরা

প্রকাশিত: ০৫:১৮, ৩ মে ২০১৭

সীমান্তে দুই ভারতীয় সেনাকে হত্যা করে লাশ বিকৃত করল পাকিরা

ভারত বলেছে, পাকিস্তানী সৈন্যরা দুই ভারতীয় সৈন্যকে হত্যা করে তাদের মৃতদেহ বিকৃত করেছে। বিতর্কিত কাশ্মীর ভূখ-ে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানী বাহিনী সোমবার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর একটি টহল ইউনিটে হামলা চালায়। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, সৈন্যদের মৃতদেহ বিকৃত করা অযৌক্তিকসুলভ কর্মকা-। তবে পাকিস্তান দিল্লীর অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনাবাহিনী খুবই উচ্চ পেশাজীবী মনোভাবের। তারা কখনও একজন সৈনিকের প্রতি অশ্রদ্ধা দেখায়নি। খবর বিবিসির। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, পাকিস্তানীদের কর্মকা- ‘তিরস্কারযোগ্য ও অমানবিক’। এ ধরনের কর্মকা- যুদ্ধের সময়ও ঘটে না। ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা যুদ্ধকালেও শোনা যায়নি। আর শান্তির সময় তো নয়ই। তিনি বলেন, সমগ্র দেশবাসী সেনাবাহিনীর ওপর এই বিশ্বাস রাখে, তারা এর উপযুক্ত জবাব দেবে। কাশ্মীর ভূখ-ের ওপর ভারত ও পাকিস্তান দুই দেশেরই দাবি রয়েছে। ৬০ বছরেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান বিবাদের কেন্দ্রবিন্দু। উদ্দেশ্য, ভারত ও পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে প্রায় ৭০ বছর ধরে কাশ্মীর নিয়ে বিরোধে লিপ্ত রয়েছে দুই দেশ। উভয় দেশই সমগ্র কাশ্মীর উপত্যকার ওপর অধিকার দাবি করছে। যদিও দুটি অংশের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
×