ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৬, ৩ মে ২০১৭

টুকরো খবর

কুকুরের কামড়ে ১৬ শিশুসহ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ মে ॥ সদর উপজেলার ভা-ারীপাড়া, বিলডুমুরতলা, সরসপুর, বাগডাঙ্গা, বরাশুলাসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ১৬ শিশুসহ ২০জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো-প্রিয়তি বিশ্বাস, সাদিয়া, শুকুরোন, সোহাগ, জান্নাতি, রাকায়াত, রনি, বনি, হাসান, সুরাইয়াসহ ২০জন। তবে, কুকুরটিকে এখনও আটক করা সম্ভব হয়নি। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাগডাঙ্গা গ্রামের টুটুল মোল্যার ছেলে সাত বছরের শিশু হাছিবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলশিক্ষককে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ মে ॥ আবদুল আজিজ খান নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার সময় বিরোধপূর্ণ জমি থেকে প্রতিপক্ষ বজলুর রহমান খান গাছ কাটতে গেলে স্কুলশিক্ষক আবদুল আজিজ বাধা দেন। এ সময় প্রতিপক্ষ তাকে কুপিয়ে জখম করেন। আবদুল আজিজ খান, বাউফলের অলিপুরা এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। দুই মাদক পাচারকারী আটক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ মে ॥ কুমিল্লায় পৃথক অভিযানে পিকআপ ভর্তি ফেনসিডিল ও ইয়াবাসহ ইমরান হোসেন ও নুর মোহাম্মদ নামে ২ মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৮শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের ইমরান হোসেনকে আটক করে। অপরদিকে একই রাতে কুমিল্লা মহানগরীর ফৌজদারি মোড় এলাকায় ডিবি পুলিশের ওই দলটি অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ নামের একজনকে আটক করে। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হাজীয়ান গ্রামে। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের পোশাকসহ কবির সরদার নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানান, সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য কবির সরদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কবিরের বসতঘর থেকে রামদা, চাইনিজ কুড়াল, ডাকাতির বিভিন্ন মালসহ সেনাবাহিনী ও পুলিশের পুরাতন পোশাক উদ্ধার করা হয়। পুলিশ জানান, কবিরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার কবিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ডিমলায় ১৭ ঘর ভস্মীভূত স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ অগ্নিকা-ে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে সাত পরিবারের ১৭ বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার সন্ধ্যয় বিদ্যুতের শর্টসার্কিটে এ অগ্নিকা-ের ঘটনায় ওই সকল পরিবারের আট লাখ টাকাসহ আসবাবপত্র ভস্মীভূত হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানায় গ্রামের সফিয়ার রহমানের বাড়ি হতে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে সফিউল্লাহ, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহিনুর রহমান, সোহেল ও বিধবা প্রতিবন্ধী আর্জিনা বেগমের বাড়িতে। মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। সরকারীভাবে তাদের অনুদান প্রদান করা হবে। শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের খড়বোনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শিবির নেতার নাম মেসবাউল হক। সে উপজেলার মাটিকাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি। পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কাশির ওষুধ ভেবে কীটনাশক পানে কমলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে। পুলিশ জানায়, গ্রামের আলম সরদারের স্ত্রী কমলা বেগম দীর্ঘদিন থেকে কাশি রোগে ভুগছিলেন। সোমবার রাতে কাশির ওষুধ ভেবে কীটনাশক পান করে কমলা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি (কমলা) মারা যান। প্রেমের টানে সংসার ফেলে উধাও দুই মেম্বার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রেমের টানে সংসার পেলে চারঘাটের সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যকে নিয়ে ভেগেছেন একই ইউনিয়নের পুরুষ সদস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাজেদার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল ১ নম্বর ওয়ার্ডের সদস্য তোজলুর রহমানের। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনাও ছিল। এরই মধ্যে সোমবার রাতে অজানার উদ্দেশে পাড়ি জমান তারা। ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সাজেদা ও তোজলু দুজনেই মেম্বার। দুজনেরই আলাদা সংসার রয়েছে। সাজেদার সংসারে স্বামী ছাড়াও রয়েছে দুটি সন্তান। অপরদিকে তোজলুর রয়েছে দুটি সংসার। ওই সংসারেও তোজলুর রয়েছে তিনটি সন্তান। কিন্তু তারপরেও তারা পরকীয়ায় জড়ায়। ঘটনার পর থেকে প্রেমিকজুটি সাজেদা ও তোজলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়। ৩৫ ড্রাম চিংড়ি পোনা জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকা থেকে ৩৫টি ড্রামভর্তি গলদা চিংড়ি মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার রাত ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি মাছের পোনা ভর্তি ড্রামগুলো জব্দ করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া বাজার এলাকার পদ্মা নদীতে পোনামাছগুলো ছেড়ে অবমুক্ত করা হয়। জব্দকৃত পোনা মাছের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। কোস্টগার্ড চট্টগ্রাম থেকে বরিশালগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রবিবার রাত ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছলে তারা বাসটি আটক করে উদ্ধার অভিযানে নামেন। এ সময় বাস থেকে গলদা চিংড়ি পোনা মাছ ভর্তি ৩৫টি ড্রাম জব্দ করা হয়।
×