ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৫৫ নারী পাচ্ছেন ‘জয়িতা সম্মাননা’

প্রকাশিত: ০৪:০৪, ৩ মে ২০১৭

চট্টগ্রামে ৫৫ নারী পাচ্ছেন ‘জয়িতা সম্মাননা’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিভাগ থেকে ৫৫ নারী পাচ্ছেন ‘জয়িতা সম্মাননা।’ নগরীর ষোলশহর এলাকায় এলজিইডি ভবনের কনফারেন্স হলে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক দফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চবির উপ উপাচার্য ড. শিরিন আক্তার। এ উপলক্ষে মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এ সম্মাননা বিষয়ে। বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন জানান, দেশের উন্নয়নে নারীদের অবদানের স্বীকৃতি এবং এক্ষেত্রে আরও উৎসাহিত করতে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় দেশব্যাপী ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচীর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সংগ্রামী ও প্রতিভাবান নারীদের সম্মাননা প্রদান করা হচ্ছে। পাঁচ ক্যাটাগরিতে চট্টগ্রামের ১১ জেলা থেকে ৫ জন করে মোট ৫৫ জন নির্বাচিত হয়েছেন জয়িতা হিসেবে। তারা পাবেন সম্মাননা ক্রেস্টের পাশাপাশি ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার। যশোরে নৈশপ্রহরী হত্যার দায়ে ছয় আসামির আমৃত্যু কারাদ- স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ কেশবপুরের করাতকলের নৈশপ্রহরী আবু বকর (৭০) হত্যা মামলায় ছয় আসামির আমৃত্যু সশ্রম কারাদ- দিয়েছে আদালত। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের জোহর আলী ওরফে বাবু ওরফে ট্যারা খোকন, একই উপজেলার কোমলপুর গ্রামের ইসাহক আলী, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শামিম, মধ্যকচুয়া গ্রামের আবদুর রউফ মোল্যা, মণিরামপুর উপজেলার ঘুঘুরাইল গ্রামের মোজাম আলী ও রতেœশ্বরপুর গ্রামের রেজাউল ওরফে শাহাজান। দ-প্রাপ্তরা পলাতক রয়েছেন। জানা যায়, ২০০০ সালের ১২ মার্চ রাতের কোন এক সময়ে মণিরামপুর উপজেলার বেগারীতলা বাজারের একটি করাতকলের মধ্যে নৈশপ্রহরী আবু বকর খুন হন। খুনিরা তাকে গামছা দিয়ে পেঁচিয়ে এবং মুখের ভেতর গামছা ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর তাকে মিল এলাকা থেকে প্রায় দেড় শ’ গজ দূরে একটি মাঠের ভেতর ফেলে রাখে।
×