ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে ১০ লক্ষাধিক টাকা

দালাল চক্রের হাতে জিম্মি পাবনা মানসিক হাসপাতাল

প্রকাশিত: ০৪:০১, ৩ মে ২০১৭

দালাল চক্রের হাতে জিম্মি পাবনা মানসিক হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ মে ॥ পাবনা মানসিক হাসপাতাল দালালচক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। হাসপাতালটির রোগী ভর্তিতে দালালচক্র মাথাপিছু ১০ হাজার টাকা করে আদায় করছে। এরা এতই বেপরোয়া যে মন্ত্রী, এমপি, সচিবদের সুপারিশকৃত রোগীদেরও টাকা না দিলে ভর্তি করতে দিচ্ছে না। ওই দালালচক্র শুধু হাপাতালটির রোগী ভর্তিতে প্রতি মাসে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ গা বাঁচাতে দেখেও না দেখার ভান করছে বলে অনুসন্ধানে জানা গেছে। দেশের একমাত্র বিশেষায়িত ৪৫০ সাধারণ শয্যার এ মানসিক হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৫টি সিট খালি হয়। এ সিটের মধ্যে ভিআইপিদের সুপারিশকৃত ২টি ও সাধারণের জন্য ৩টি সিটের রোগী ভর্তি করা হয়। এলাকার প্রভাবশালী দালালচক্র সাধারণ ৩টি সিটের রোগী ভর্তিতে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে তাদের মনোনীত রোগী ভর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বাধ্য করে। রাজনৈতিক ছত্রছায়ায় ওই দালালচত্র এতই ক্ষমতাধর যে মন্ত্রী, এমপিদের সুপারিশকৃত ভর্তিযোগ্য রোগীদের কাছ থেকেও ২-৩ হাজার টাকা করে আদায় করে। এভাবে প্রতি মাসে ১৫০ রোগীর কাছ থেকে ভর্তির সময় ওই দালালচক্র ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। সারাদেশ থেকে মানসিক রোগী নিয়ে ভর্তির জন্য আসা সচ্ছল অভিভাবকরা দালালচক্রের চাহিদা মতো টাকা দিয়ে একদিনের মধ্যেই রোগী ভর্তি করতে পারছেন। এভাবে রোগী ভর্তি করায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছেÑ দরিদ্র রোগীদের। মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে এসে শহরে হোটেলে রাতের পর রাত থাকার পর হাসপাতালটিতে প্রতিদিন হাজিরা দিয়েও তারা ভর্তি হতে পারছেন না। এদিকে হাসপাতাল এলাকার পাশে গঁজিয়ে ওঠা বেসরকারী মানসিক ক্লিনিকে ওই দালালচক্র নানা প্রলোভন দিয়ে রোগী ভাগিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মানসিক হাসপাতালে ভর্তি না হতে পেরে সাধারণ রোগীরা দালালদের খপ্পরে পরে প্রতারিত হচ্ছেন বলেও জানা গেছে। শুধু তাই নয় বেসরকারী মানসিক ক্লিনিকে ভর্তি হওয়া এসব রোগীদের মানসিক সুস্থতার ক্ষেত্রে আরও সঙ্কট সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেসরকারী এসব ক্লিনিকে মানসিক হাসপাতালের কর্মরত ডাক্তারদের জোর করে চিকিৎসাসেবা দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। দালালচক্রের বিষয়ে জানতে চাওয়া হলে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক তন্ময় প্রকাশ বিশ্বাস প্রকারন্তে দালালের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, অন্য হাসপাতালের তুলনায় এখানে দালাল কম আছে।
×