ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় যুবদলের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

প্রকাশিত: ০৪:০০, ৩ মে ২০১৭

খুলনায় যুবদলের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পুলিশের কর্তব্যকাজে বাধাদান, পুলিশ সদস্যদের মারপিট, ইটপাটকেট নিক্ষেপের অভিযোগে খুলনা মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশত নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। সোমবার খুলনা সদর থানার এসআই রুবেল মোহান্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেনÑ খুলনা মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ার,“সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, একরামুল হক হেলাল, মেহেদী হাসান সোহাগ, আজিজুর রহমান দুলু, শফিকুল আলম তুহিন, সুলতান মাহমুদ সুমন, সাকির আহম্মেদ, বিপ্লব, আব্দুল্লাহেল কাফি সখা, নাসিম, ফিরোজ শেখ, মাসুম ওরফে হনু মাসুম, জামিল, সোহাগ গাজী, লাল মিয়া, সাইফুল, শেখ ওমর আলী, শেখ আনোয়ার হোসেন, শেখ আসাদ, মাসুদ রানা, জাবির, শান্ত, রুবেল, শেখ ডেবিড, বেলাল হোসেন এবং অজ্ঞাত আরও ২০-২৫ জন। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা সদর থানাসংলগ্ন কার্ড সেন্টার-২-এর সামনে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে এসআই রুবেলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের পূর্বানুমতি ছাড়া মিছিল করতে নিষেধ করেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা জোরপূর্বক মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন মিছিলকারীরা পুলিশকে ধাক্কা মারাসহ কিল-ঘুষি মারেন ও ইটপাটকেল ছুড়ে নাশকতা সৃষ্টি করেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু খুলনা মহানগর ও জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করেন। এর পরপরই কেন্দ্র ঘোষিত মহানগর কমিটি বাতিলের দাবিতে যুবদলের অপর অংশ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে।
×