ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোভাযাত্রা করবে শ্রমিক দল

মে দিবসে সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিকদের অপমান করা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৭:৫২, ১ মে ২০১৭

 মে দিবসে সমাবেশের  অনুমতি না দিয়ে শ্রমিকদের অপমান  করা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার অনুমতি না পাওয়ায় রাজধানীতে শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলান খান নাসিম ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসে সমাবেশ করতে না দিয়ে শ্রমিকদের অপমান করল আওয়ামী লীগ সরকার। সকাল সাড়ে দশটায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের অনুষ্ঠানে গিয়ে মিলিত হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের মতিয়ার রহমান ফরাজী, আবুল কালাম আজাদ, মেহেদি আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
×