ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় স্ত্রীকে গলাটিপে হত্যা করে সিলেটে গিয়ে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৫১, ১ মে ২০১৭

ঢাকায় স্ত্রীকে গলাটিপে হত্যা করে সিলেটে গিয়ে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনা থানার মধুবাগে তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করে তার স্বামী সুজন মিয়া সিলেটে গিয়ে আত্মহত্যা করেছে। শনিবার মধ্যরাতে পুলিশ মধুবাগ ঝিলপাড় থেকে ওই গৃহবধূর লাশ করে। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, তাসলিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার যে কোন সময় তাসলিমাকে হত্যা করে তার স্বামী সুজন মিয়া সিলেটে দক্ষিণ সুরমা এলাকা এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে। সেখানকার পুলিশ রাতে সুজনের লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে। তাসলিমার লাশ উদ্ধারের পর থেকেই সুজন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রবিবার দুপুরে ঢামেক মর্গে তাসলিমার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খবর পেয়ে রংপুরের পীরগঞ্জ থেকে শেখ সাদী মিয়া ঢামেক মর্গে এসে ভাতিজি তাসলিমার লাশ শনাক্ত করেন। পরে তিনি তাসলিমার লাশ পীরগঞ্জে নিয়ে যান। ফাঁসির অভিনয় করতে গিয়ে ॥ শিশুর মৃত্যু ভাটারার ছোট বোনের সঙ্গে ফাঁিসর অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে সাব্বির (৮) নামে এক স্কুল ছাত্রের মমার্ন্তিক মৃত্যু হয়েছে। সে পূর্ব ভাটারা ব্র্যাক স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র ছিল। বাবার নাম আবু সাঈদ। বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানায় বরশিকুড়া গ্রামে। রবিবার দুপুরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩ ॥ রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্স মোড়ে সড়ক দুঘর্টনায় আবু বকর (৪৮) নামে এক সরকারী কর্মচারী নিহত হয়েছে। তিনি মতিঝিল সড়ক ও জনপথ বিভাগের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার শিগারপুর গ্রামে। তিনি খিলগাঁও নন্দীপাড়ায় সপরিবারে থাকতেন। গাবতলীতে বাসের ধাক্কায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। নিহতের বাড়ি লালমনিরহাট জেলা সদরে। মহাখালীর আমতলী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্য্য় রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
×