ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকৃবিতে ছাত্রফ্রন্টের অফিসে হামলাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৭:৩৭, ১ মে ২০১৭

বাকৃবিতে ছাত্রফ্রন্টের অফিসে হামলাকারীদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট অফিসে বাসদের (খালেকুজ্জামান) নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রবিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানায়। এ সময় তিন দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে- অবিলম্বে কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কার্যালয়ে প্রশাসন কর্তৃক লাগানো তালা খুলে দিতে হবে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রফ্রন্ট অফিসে বহিরাগতদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার বিচার করতে হবে, বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলাকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শাস্তি দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নাঈমা খালেদ মনিকা, মাসুদ রানা, ইভা মজুমদার, সালমান সিদ্দিকী প্রমুখ। গত ২৮ তারিখ বাকৃবির জব্বারের মোড়ে ছাত্রফ্রন্টের কার্যালয়ে বাসদ (খালেকুজ্জামান) এর নেতাকর্মীরা হামলা করে।
×