ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডলারের দাম আর বাড়বে না ॥ বাফেডা চেয়ারম্যানের আশ্বাস

প্রকাশিত: ০৭:৩০, ১ মে ২০১৭

ডলারের দাম আর  বাড়বে না ॥ বাফেডা চেয়ারম্যানের আশ্বাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডলারের দাম আর বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এ্যাসোসিয়েশনের (বাফেডা) চেয়ারম্যান ও মেঘনা ব্যাংকের এমডি নূরুল আমিন। রবিবার ডলারের বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের সভাপতিত্বে বৈঠকে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাফেডা চেয়ারম্যান বলেন, কয়েকদিন আগে ডলারের বাজার অস্থিতিশীল ছিল। বৈঠকে এর পেছনের কারণ এবং এতে ব্যাংকগুলোর করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ডলারের বিনিময় মূল্য সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং বাফেডা মিলে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত এবং নিয়মনীতি না মানার কারণে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখন থেকে ডলারের দাম ৮২ টাকা থেকে আরও কত কমানো যায় সেই বিষয়ে বাফেডা চেষ্টা করছে।
×