ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনগড়া ফর্মুলা না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ॥ বিএনপিকে নাসিম

প্রকাশিত: ০৭:২৮, ১ মে ২০১৭

মনগড়া ফর্মুলা না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ॥ বিএনপিকে নাসিম

স্টাফ রিপোর্টার ॥ মনগড়া ফর্মুলা না দিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে, এ নিয়ে কোন সংশয় নেই। তাই কোন ফর্মুলা দিয়ে কাজ হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়েই নির্বাচন হবে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আবদুল হান্নান। আলোচনা সভার আগে সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়ানো হয়। বিশ্ববিধ্যালয়ের বটতলা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সবাইকে সাবধান হতে হবে। নিজেদের মধ্যে কোন দলাদলি করা যাবে না। নিজেরা যদি দলাদলি করি তাহলে কেমন হয় বলুন? আপনারা ডাক্তার, আপনাদের কাজ জনগণকে সেবা দেয়া। কিন্তু আপনারা যদি দলাদলি করেন তাহলে জনগণ তো সেবা পাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এটা আমাদের মনে রাখতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের আবার জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে হবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে। মন্ত্রী তার বক্তব্যে গবেষণা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হল নির্মাণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্ককিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শক্তিশালী অবস্থানে রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মান বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বর্তমান প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই কঠিন হবে-নাসিম স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ও টঙ্গী থেকে জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন খুবই কঠিন নির্বাচন হবে, শুধু উন্নয়ন করে মানুষের মন পাওয়া যায় না, ভাল ব্যবহার ও সেবা দিয়ে আগামী নির্বাচনে আসতে হবে, তারপর নৌকায় ভোট চাইতে হবে। নাসিম রবিবার দুপুরে টঙ্গীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান। স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে উদ্বোধন হওয়া ২৫০ শয্যার হাসপাতালটিকে স্বাস্থ্যমন্ত্রী, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির নামে নামকরণের ঘোষণা দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল এমপি, আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেনÑ গাজীপুরের ডিসি এস এম আলম, হারুন-অর-রশিদ, জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন মনজুরুল হক, রজব আলী, ইলিয়াস আহম্মদ, জাকির হাসান খোকন প্রমুখ।
×