ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে এখন বাংলাদেশের পাঁচটি মিশন

প্রকাশিত: ০৭:২৭, ১ মে ২০১৭

ভারতে এখন  বাংলাদেশের  পাঁচটি মিশন

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতে বাংলাদেশ মিশনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দেশটিতে এখন বাংলাদেশের পাঁচটি মিশন চালু রয়েছে। সূত্র জানায়, নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন ছাড়াও আরও চারটি মিশন রয়েছে। সর্বশেষ গত মাসে গুয়াহাটিতে সহকারী হাইকমিশন চালু হয়েছে। এর আগে ’১৫ সালের জানুয়ারিতে আগরতলার বাংলাদেশ ভিসা অফিসকে সহকারী হাইকমিশন অফিসে উন্নীত করা হয়। এছাড়া কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন চালু রয়েছে। গত ২৪ মার্চ অসমের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যক্রম শুরু হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নতুন এ মিশন অসম, অরুণাচল মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে কনস্যুলার বিষয়াদি দেখভাল করবে। এরই মধ্যে গত শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে গুয়াহাটিতে বাংলাদেশ মিশন খোলার সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি ওই মিশনের দায়িত্বে থাকা সহকারী হাইকমিশনারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিকে, ত্রিপুরার আগরতলায় ২০১২ সাল থেকে একটি ভিসা অফিস চালু করে বাংলাদেশ। সেখান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া হতো। তবে ২০১৫ সালে আগরতলা ভিসা অফিস সহকারী হাইকমিশন অফিসে উন্নীত করা হয়। আগরতলা সহকারী হাইকমিশন অফিস থেকে প্রতিদিন প্রায় এক শ’ ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভিসা প্রদান করা হচ্ছে। এছাড়া কলকাতা, দিল্লী, মুম্বাই মিশন থেকে ভারতীয়দের বাংলাদেশী ভিসা দেয়া হচ্ছে। এখন সর্বশেষ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশন চালুর পর এখান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেয়া হবে। একই সঙ্গে মিশনের অন্যান্য কার্যক্রমও অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গুয়াহাটির বাংলাদেশ মিশন কার্যক্রম পরিদর্শনের জন্য মে মাসের শেষদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেখানে যেতে পারেন।
×