ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনতাহা ইসলাম

লিপস্টিকের আদবকেতা

প্রকাশিত: ০৭:০১, ১ মে ২০১৭

লিপস্টিকের আদবকেতা

নারীর প্রিয় অনুষঙ্গের মধ্যে ঠোঁট পলিশ বা লিপস্টিক অন্যতম। বাহারি রঙে, পছন্দের শেডে ঠোঁট দুটো রাঙাতে ভালবাসেন কম- বেশি সব নারী। তবে সবকিছুর নির্দিষ্ট নিয়ম রয়েছে। সামান্য এই লিপস্টিক দেয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু বিশেষ নিয়ম। আপনি কি নিয়ম মেনে লিপস্টিক দেন নাকি ইচ্ছেমতো? এমন হতে পারে, আপনি যখন যে লিপস্টিক দিচ্ছেন তা ঠিক আছে। আর যদি নিয়ম না জেনে থাকেন তবে চলুন জেনে নেয়া যাক লিপস্টিক দেয়ার নিয়মাবলী। - অফিসের জরুরী কোন মিটিংয়ে অংশ নিচ্ছেন? লিপস্টিক হিসেবে হালকা ও প্রাকৃতিক রং বেছে নিন। এই ধরুন হালকা গোলাপি, হালকা পিচ বা এ ধরনের কিছু রং। এতে পরিবেশের সঙ্গে আপনাকে মানিয়ে যাবে বেশ। - লিপস্টিক ব্যবহারের সময় আপনাকে অবশ্যই জানতে হবে সময় এবং পরিবেশ। যেমন রাতেরবেলার অনুষ্ঠানে একটু গাঢ় রং ব্যবহার করুন। এতে ভাল মানাবে। - আবার, জমকালো কোন অনুষ্ঠান হলে লিপস্টিকের সঙ্গে লিপগ্লস বা গ্লিটারও ব্যবহার করতে পারেন। তখন রঙেঢঙে মিলবে দারুণ! Ñ পারিবারিক কোন আয়োজনে যাচ্ছেন? হালকা রঙই বেছে নিন ঠোঁট রাঙাতে। Ñ আর আপনি কি দেখতে শ্যামলা বা কালো? তাহলে গোলাপি রংটা বাতিল ঘোষণা করুন একেবারে। ওই রংটাতে বড্ড বেমানান লাগবে আপনাকে। -বেশ অনেকক্ষণ সাজগোজ করে থাকতে হলে ম্যাট লিপস্টিক বেছে নিন। ঠোটে রং লেগে থাকবে বহুক্ষণ। এবার জেনে রাখুন বিশেষ কিছু পরামর্শ: -রাতে ঘুমানোর আগে একটু সাদা টুথপেস্ট ঠোঁটে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। আস্তে আস্তে ঠোঁটের গোলাপি ভাব ফিরে আসবে। Ñমাসে অন্তত দুদিন দুধের সর আর গোলাপের পাপড়ি একসঙ্গে মিলিয়ে ঠোঁটে লাগান। ঠোঁট হবে গোলাপি আর নমনীয়। Ñবাজারের সস্তা লিপস্টিক ব্যবহার না করে ভালমানের লিপস্টিক ব্যবহার করুন। আপনার প্রিয় লিপস্টিক যেন আপনার ঠোঁটের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। Ñলেডযুক্ত লিপস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন। এ ধরনের লিপস্টিক ঠোঁট কালোর জন্য দায়ী। এই তো জেনে নিলেন লিপস্টিক ব্যবহারের আদবকেতা। তাহলে এবার প্রিয় রঙে রাঙান আপনার ঠোঁট দুটি।
×