ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৈত্যাকার বাস টেনে তুলল ছাত্রীরা

প্রকাশিত: ০৫:৩৩, ১ মে ২০১৭

দৈত্যাকার বাস টেনে তুলল ছাত্রীরা

বাসে করে স্কুলে যাচ্ছিল ছাত্রীরা। হঠাৎ বাসের চাকা আটকে গেল কাদায়। শত চেষ্টার পরও বাস সামনে নিতে পারছিলেন না চালক। অবশেষে দায়িত্ব হাতে তুলে নিল ছাত্রীরাই। কোমর বেঁধে নেমে পড়ল উদ্ধারকাজে। কাদা থেকে টেনে তুলল দৈত্যাকার বাসটি। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে এ ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসের সামনে একটি দড়ি বেঁধে কাদার ভেতর থেকে এটি টেনে তুলছে ছাত্রীরা। ওই ছাত্রীদের বাহবা দিয়ে আসতে থাকে বিভিন্ন মন্তব্য। অনেকেই এটাকে নারীশক্তির একটি নিদর্শন বলে উল্লেখ করেন। ফেসবুকে রাহজিৎ সিং দেব নামের একজন লেখেন, ‘এই সাহসী কিশোরীদের জন্য টুপি খুলে সম্মান প্রদর্শন করলাম। কী আসাধারণ অনুপ্রেরণা।’ নাইস চ্যান নামের আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘এই কারণেই মণিপুর রাজ্য বিখ্যাত।’ অমৃতা চিমা নামের একজন টুইটারে লেখেন, ‘এই ছবি অসাধারণ। মণিপুরের নারীদের ক্ষমতা এমনই।’ টেলিগ্রাফ অবলম্বনে।
×