ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহিষের সৌন্দর্য প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:২৮, ১ মে ২০১৭

মহিষের সৌন্দর্য প্রতিযোগিতা

প্রথমবারের মতো পাকিস্তানে মহিষের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দেশটির সবচেয়ে সুন্দর আজিখেলি জাতের মহিষ খুঁজে বের করার এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২০০ মহিষ। দেশটির উত্তরাঞ্চলীয় সোয়াত অঞ্চলের রাজধানী, মিনগোরাতে কৃষক এবং মোষ পালকেরা তিনদিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়। মোষের এই জাতটি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতার অর্থায়ন করে মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইড। প্রথম পুরস্কার বিজয়ীকে দেয়া হয় ৭৫ হাজার রুপী। পুরস্কারটি জেতেন লাইক বদর, যিনি তার নিজের মহিষের পাল নিয়ে বেশ খুশি। তিনি বলেন, আমার একই জাতের ১০ মহিষ আছে। এ দিয়েই আমার জীবন চলে। আমার মহিষ প্রথম পুরস্কার জেতায় আমি খুবই খুশি। এক সাক্ষাতকারে পাকিস্তানের পশুসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আজিখেলি জাতের মহিষ প্রায় বিলুপ্তির পথে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই ‘মানুষকে এই জাতটি এবং সুন্দর এ প্রাণীটির লালন-পালন সম্পর্কে সচেতন করে তোলা।’ আজিখেলি মহিষ শুধুমাত্র সোয়াতেই পাওয়া যায় এবং একমাত্র এই জাতের মহিষই ওই অঞ্চলের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে। যে কারণে, অন্যান্য জাতের মহিষের মতো শীতকাল আসার আগে এই মহিষগুলোকে বিক্রি বা জবাই করতে হয় না। এই প্রতিযোগিতার আয়োজকরা বলেছেন, এই জাতের মহিষ শুধুমাত্র সুন্দরই নয় এই মহিষদের দুধ এবং মাংসের স্বাদও বেশ। -বিবিসি অবলম্বনে।
×