ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষের ঝলকে রোমাঞ্চিত জিদান

প্রকাশিত: ০৪:১২, ১ মে ২০১৭

শেষের ঝলকে রোমাঞ্চিত  জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ মুহূর্তে জমে উঠেছে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই। বিশেষ করে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই শিরোপা জয়ের আশা দেখছে বার্সিলোনা। যে কারণেই এই মুহূর্তে লীগে কোন ম্যাচ হারা মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল। নিজেদের মাঠে এদিন প্রথমে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও পরবর্তীতে সমতায় ফিরে ভ্যালেন্সিয়া। তবে শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। যার গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রামোস-রোনাল্ডোরা। দলের এমন পারফর্মেন্সে সন্তুষ্ট জিনেদিন জিদান। এ বিষয়ে তিনি বলেন, ‘শেষ মুহূর্তে গোল করার পরিসংখ্যানটা আমাদের ভালই জানা। এ কারণেই আসলে ফুটবল চমৎকার। আপনি কখনই খুব বেশি করে বলতে পারবেন না। তার ব্যাখ্যা আমিও দিতে চাই না। তবে শেষ ১০ মিনিটে জেতাটা সত্যিই অসাধারণ ব্যাপার। আমার কাছে তা খুবই রোমাঞ্চকর।’ কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে অসাধারণ সূচনা করেছেন জিনেদিন জিদান। গত বছর তার অধীনেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং সবশেষে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় স্পেনের জায়ান্ট ক্লাবটি। জিদানের লক্ষ্য এবার লা লিগার শিরোপাটাকেও উঁচিয়ে ধরা। এ প্রসঙ্গে ফরাসী কোচ বলেন, ‘আমরা এটা (লা লিগা) জিততে চাই।’ ২০১১-১২ মৌসুমে সর্বশেষ লা লিগার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর আর নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তারা। যদিওবা শিরোপার দৌড়ে সবসময়ই ছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে এবার একটু বেশি-ই এগিয়ে রয়েছেন বেল-রোনাল্ডোরা। রিয়াল মাদ্রিদের ফরাসী কোচ জিদানও মনে করেন লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই দলটাও দুর্দান্ত। শিরোপা জয়ের জন্য সবধরনের চেষ্টাই করছেন তারা। জিদান বলেন, ‘শেষ পর্যন্ত কি হয় তা আপনি কখনই বলতে পারবেন না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করা। আমরা ঠিক তাই করছি। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের ফলে সবকিছুই অর্জন করা সম্ভব। তাছাড়া আমাদের দলটাও দারুণ।
×