ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে দিল্লীর লজ্জার হার পাঞ্জাবের কাছে

প্রকাশিত: ০৪:১১, ১ মে ২০১৭

আইপিএলে দিল্লীর লজ্জার হার পাঞ্জাবের কাছে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর গড়ে ১০ উইকেটের বড় ব্যবধানে হারল দিল্লী ডেয়ারডেভিলস। মোহালিতে রবিবার দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৭ ওভার ১ বল খেলে মাত্র ৬৭ রানে অলআউট হয় করুন নায়ারের দল। জবাবে কোন উইকেট না হারিয়ে (৭.৫ ওভার) লক্ষ্যে পৌঁছে যায় গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভেন। মার্টিন গাপটিল ২৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০, হাসিম আমলা ১৬ রানে অপরাজিত থাকেন। চলতি আসরেই ক’দিন আগে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে তারকা খচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯.৪ ওভারে বিরাট কোহলির অলআউট হয় মাত্র ৪৯ রানেÑ যেটি আইপিএল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সাতদিনের মাথায় এবার লজ্জায় ডুবল দিল্লী। ৬৭/১০Ñ সর্বোপরি আইপিএলে তৃতীয় সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় ৫৮Ñ ২০০৯ সালে কেপটাউনে করেছিল রাজস্থান রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে প্রথম, ৭ রানের মাথায় দ্বিতীয়, ২২ রানে তৃতীয়, ২৫ রানে চতুর্থ, ৩০ রানে পঞ্চম, ৩৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লী। মনে হচ্ছিল বেঙ্গালুরুর লজ্জার রেকর্ডটা নিজেদের করে নিতে যাচ্ছে ডেয়ারডেভিলস। এরপর সপ্তম উইকেটে কোরি এ্যান্ডারসন ও কাগিসো রাবাদা ২৬ রানের জুটি গড়েন। তাতে অর্ধশত রান পেরোয় দিল্লীর সংগ্রহ। ৫৯ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে ফেরেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার এ্যান্ডারসন। ৬২ রানে আউট হন কাগিসু রাবাদা (১১)। ৬৭ রানে মোহাম্মদ সামি আউট হওয়ার পর ওই রানেই ফিরে যান শাহবাজ নাদিম। এর মধ্য দিয়ে ১৭.১ ওভারে ৬৭ রানে যবনিকাপাত ঘটে দিল্লীর ইনিংসের। ব্যাট হাতে সর্বোচ্চ ১৮ রান করেন কোরি এ্যান্ডারসন। ১১ করে রান করেন করুন নায়ার ও কাগিসো রাবাদা। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে পাঞ্জাব পেসার সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি করে শিকার অক্ষর প্যাটেল ও বরুণ অরুণের।
×