ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেজুর আমদানি হ্রাস

প্রকাশিত: ০৩:৫২, ১ মে ২০১৭

খেজুর আমদানি হ্রাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজান মাসে ইফতারির প্লেটে খেজুর থাকবে না, এটি মানা বেশ কষ্টসাধ্য। সারাবছরের চাহিদার বেশিরভাগই তাই প্রয়োজন হয় রমজানে। তবে, রোজা ঘনিয়ে এলেও এখন পর্যন্ত খেজুরের আমদানি হয়েছে গতবছরের চেয়ে মাত্র চারভাগের একভাগ। ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে আমদানি এতটা কমেছে। তাই রোজায় খেজুরের দামে অস্থিরতার শঙ্কা করছেন তারা। রমজানে ইফতারে খেজুর না হলে যেন চলেনা রোজাদারদের। তাই এই মাসে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই পণ্যটির। এবারও অন্যান্য পণ্যের সঙ্গে আমদানি হচ্ছে খেজুরের। তবে, বিশ্ববাজারে অতিরিক্ত দামের কারণে খেজুর আমদানি হয়েছে কম। ২০১৬ সালে যেখানে ৪ কোটি ১১ লাখ টন খেজুর আমদানি হয়েছিল, এবছর এখন পর্যন্ত তা হয়েছে দেড় কোটি টনের মতো। আমদানি কম হওয়ায় নেতিবাচক পরিস্থিতি দামে। গত বছর খোলা খেজুর প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হলেও এবার এখন পর্যন্ত ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর উন্নতমানের খেজুর ৭৫০ টাকা কেজি বিক্রি হলেও এবার তা বেচাকেনা হচ্ছে ১২০০ টাকা দরে। তবে শবে বরাতের পর এই দাম আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
×