ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফডিআই বাড়াতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার

প্রকাশিত: ০৩:৫২, ১ মে ২০১৭

এফডিআই বাড়াতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনা দরকার বলে মনে করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অবন্ধুত্বসুলভ করনীতি ও উচ্চ কর্পোরেট ট্যাক্স হারের কারণে বিদেশী বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। সেই সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব এটাকে বাধাগ্রস্ত করছে। গত শনিবার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে ‘ওয়ান স্টপ সার্ভিস এ্যাক্ট-২০১৭’ এর ওপর এক সেমিনারে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে কোন লেভেল প্লেইং ফিল্ড মেনে চলা হয় না। এখানে উচ্চ করের বোঝা চাপিয়ে দেয়া হয়। এরপরও যারা আসছে তাদের ওপর খড়গ হয় কর্পোরেট ট্যাক্স হার।
×