ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাইকারি বাজারে লাফিয়ে বাড়ছে মোটা চালের দাম

প্রকাশিত: ০৩:৫১, ১ মে ২০১৭

পাইকারি বাজারে লাফিয়ে বাড়ছে  মোটা চালের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মোটা চালের দাম, রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে। সঙ্কট সৃষ্টি হয়েছে আটাশ, পাইজাম, আর গুটি স্বর্ণা চালেরও। পাইকাররা বলছেন, চাল সঙ্কটের পেছনে হাওড়াঞ্চলের বন্যাকে দূষছেন মিলাররা, যদিও এতে একমত নন তারা। চালের বাজারে অস্থিরতার পেছনে অসাধু সিন্ডিকেটের আশঙ্কাও করছেন তারা। স্বাভাবিক নিয়মে প্রতিবছর বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই নতুন চালের আমদানিতে সরগরম হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার। তবে এবছর বৈশাখের দ্বিতীয় সপ্তাহে বাজারে বিরাজ করছে সুনসান নীরবতা, কোন ব্যস্ততা নেই পাইকারদের মাঝেও। অধিক চাহিদাসম্পন্ন মোটা চাল এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ছয় টাকা, নাজিরশাইল, মিনিকেটের দামও বেড়েছে কেজিতে তিন টাকা পর্যন্ত। ধারণা ছিল প্রায় বছরখানেক ধরে চলে আসা অস্থিরতা কাটবে নতুন চালের আমদানিতে। কিন্তু সে আশায় গুড়ে বালি, উল্টো বেশিরভাগ আড়ত ভুগছে চালের খরায়। চাল সঙ্কটের পেছনে হাওড়াঞ্চলের বন্যাকে কারণ দেখাচ্ছে মিলাররা।
×