ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৯, ১ মে ২০১৭

টুকরো খবর

কুশিয়ারার ভাঙ্গনের মুখে ৪২ কিমি জনপদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে নদী ভাঙ্গনের মুখে আতঙ্কিত পৌর এলাকার হাজার হাজার বাসিন্দা। উপজেলার ছয়লেন কেছরী, মানিকপুর, উজিরপুর, রারাই, রাখশান, সেনাপতির চক, লক্ষ্মীপুরসহ প্রায় ৪২ কিলোমিটার এলাকা কুশিয়ারার ভাঙ্গনের মুখে। ভয়াবহ ভাঙ্গনের মুখে রয়েছে জকিগঞ্জ পৌরসভার ৫টি এলাকা। যে কোন মুহূর্তে কুশিয়ারার গর্ভে বিলীন হয়ে যেতে পারে গ্রামবাসীর বাড়িঘর, দোকানপাট, ক্ষেতের জমি ও সহায় সম্পদ। বিগত ১৯৮৪ সালের পর থেকে কুশিয়ারা নদীর তীর রক্ষার্থে কোন কাজ হয়নি। ভাঙ্গন প্রক্রিয়ায় ক্রমশ সংকোচিত হচ্ছে জকিগঞ্জ পৌরসভা ও উপজেলাসহ দেশের মানচিত্র। ভরাট হচ্ছে ভারতের করিমগঞ্জ শহর ও জেলার তীরবর্তী এলাকা। বারবার আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না উপজেলা ও পৌরবাসী। জকিগঞ্জ পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকাধীন ছয়লেন কেছরীসহ রয়েছে বিস্তীর্ণ এলাকা। ওই এলাকায় প্রায় ১৫ হাজার পরিবারের বসবাস। সেখানে রয়েছে বাড়িঘর, দোকানপাট, মসজিদ-মাদ্রাসা স্কুলসহ বিভিন্ন স্থাপনা। বাউফল পৌর নির্বাচন অনিশ্চিত নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ এপ্রিল ॥ বাউফল পৌরসভার নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। নাজিরপুর, মদনপুর, দাসপাড়া ও বাউফল সদর ইউনিয়নের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ ও ওয়ার্ড পুনর্গঠন নিয়ে হাইকোর্টে ছয়টি রিট পিটিশনের নিষ্পত্তি না হওয়ার কারণে নির্বাচন হচ্ছে না। ২০১২ সালে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং চলতি বছরের ৩০ মে মেয়াদকাল শেষ হবে। নির্বাচন পরবর্তী সময় অর্থাৎ ২০১৫ সালে দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ২০১৬ সালে দাসপাড়া ইউনিয়নের কুদ্দুস খান, মজবুর রহমান, নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, ২০১৭ সালে বাউফল ইউনিয়নের ফারুক হোসেন তোতা মিয়া ওয়ার্ড পুনর্গঠন নিয়ে পৃথক রিট পিটিশন দায়ের করেন। কাপ্তাই লেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ এপ্রিল ॥ প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বৃদ্ধি, পোনা মাছ বড় হওয়া ও মা মাছ ধরা বন্ধ করার লক্ষ্যে দেশের বিশাল সুসাধু পানির মৎস্য ভা-ার কাপ্তাই লেকে ১ মে রাত ১২টা থেকে পরবর্তী তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসক এক আদেশ বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৎস্য বিভাগ ১৯৬২ সালে লেক সৃষ্ট পর থেকে এই বিশাল লেকে বর্ষা মৌসুমে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন হওয়া ও পোনা মাছ বৃদ্ধির জন্য এই সময়ে সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখে। তারই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল এই সংক্রান্ত এক সভার সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসক এই নিষিধ্যাজ্ঞা জারি করেছে। দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ এপ্রিল ॥ অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকাকে দুর্গত ঘোষণাসহ ১০ দফা দাবিতে রবিবার খালিয়াজুরি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং কৃষক সমিতি। বেলা ২টায় খালিয়াজুরি উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবির উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার রেজা, কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান প্রমুখ। পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরের বাঘরা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আবুল কালাম নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার আবুল কালামের বাড়ি থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আবুল কালাম ২০১০ সালের ডাকাতি মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে। শিল্পকলা একাডেমি পুরস্কার পেলেন ৫ গুণী ব্যক্তিত্ব স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে শিল্পকলা একাডেমি পুরস্কার পেলেন ৫ গুণী ব্যক্তি। রবিবার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি অনিরুদ্ধ মুক্ত মঞ্চে এক বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের যে ৫ ব্যক্তিত্ব সম্মাননায় ভূষিত হয়েছেন তারা হলেনÑ চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, সঙ্গীতশিল্পী আহমেদ ইকবাল হায়দার ও কাবেরী সেনগুপ্তা, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচারক শৈবাল চৌধুরী এবং আবৃত্তি শিল্পী সৈয়দ মহিউদ্দিন। অজগর অবমুক্ত সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৩০ এপ্রিল ॥ মীরসরাইয়ে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে মীরসরাই পৌরসভার নোয়াপাড়ার কৃষক হোসেন আলি সাপটিকে বাদাম ক্ষেতে দেখতে পেয়ে মীরসরাই বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে গোভনিয়া বিটের বন কর্মকর্তা গোলাম কাবির ঘটনাস্থলে এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। লম্বায় সাড়ে ছয় ফুট অজগর সাপটিকে বিকেল তিনটার সময় মীরসরাইয়ের গোভনিয়া বিটের গোলটিলা নামক স্থানে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৬টির অধিক অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ এপ্রিল ॥ জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকায় রবিবার বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে অকালবন্যা দুর্গত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল এবং ৫শ’ টাকা করে সহায়তা দেয়া হয়। ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন। এ সময় ব্র্যাক কর্মকর্তা রফিকুল ইসলাম, মোমিন মোল্লা, অসিত কুমার, প্রদীপ সাহা, সজল কুমার ঘোষ, স্বদেশ রায়, স্থানীয় প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
×