ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্তে হত্যার আলামত মেলেনি

পুলিশের এসির মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৯, ১ মে ২০১৭

পুলিশের এসির মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগর পুলিশের (আরএমপি) অফিসার্স মেসে মৃত সহকারী কমিশনার (এসি) সাব্বির আহমেদ সরফরাজের লাশের ময়নাতদন্তে হত্যার কোন আলামত পায়নি চিকিৎসক। ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে এসি সরফরাজের লাশের ময়নাতদন্ত করা হয়। রবিবার সকাল ১০টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত চলে। ময়নাতদন্ত করতে গঠন করা হয় তিন সদস্যর মেডিক্যাল টিম। নগরীর বারিন্দ মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মনসুর রহমানকে প্রধান করে এই মেডিক্যাল টিম গঠন করা হয়। টিমের অন্য দুই সদস্য হলেনÑ রাজশাহী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক ও ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের প্রফেসর এমদাদুর রহমান। ময়নাতদন্ত শেষে টিমের প্রধান মনসুর রহমান বলেন, ‘সন্দেহভাজন সবদিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সব আলামত সংগ্রহ করা হয়েছে। যেমনÑ পাকস্থলীতে বিষ আছে কি না, কোন ড্রাগস ছিল কি নাÑ এগুলো জানতে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। রক্ত নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই সব ফলাফল জানানো হবে।’ হত্যার কোন আলামত পেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে অধ্যাপক মনসুর রহমান বলেন, তা পাওয়া যায়নি। তাহলে এটা হত্যার দিকে যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কখনই নয়’। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না, জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। ময়নাতদন্তের প্রতিবেদনেই সবকিছু স্পষ্ট করে জানানো হবে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
×