ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুচ্ছ কারণে কলেজ শিক্ষকের ওপর হামলা

প্রকাশিত: ০৩:৪৮, ১ মে ২০১৭

তুচ্ছ কারণে কলেজ শিক্ষকের ওপর  হামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ এপ্রিল ॥ নেত্রকোনা সরকারী কলেজের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে কয়েক যুবক। রবিবার দুপুরে কলেজের পদার্থ বিদ্যা বিভাগে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম ওমর ফারুক। তিনি ওই বিভাগের প্রভাষক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওবায়দুল হাসান বাবুলকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, প্রভাষক ওমর ফারুক জেলা শহরের সাতপাই এলাকার ওবায়দুল হাসান বাবুলের বাসায় ভাড়া থাকতেন। শনিবার তিনি ওই বাসা ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নেন। বাসা ভাড়ার দু’হাজার টাকা নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রবিবার দুপুরে বাবুলের ছেলে সাকি ও সাকির সহযোগী বাবুসহ কয়েক যুবক কলেজে গিয়ে ওই শিক্ষকের ওপর হামলা চালায়। তারা পদার্থ বিদ্যা বিভাগের দরজা বন্ধ করে শিক্ষককে আটক করে পিটিয়ে আহত করে চলে যায়।
×