ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে প্রধান শিক্ষকের মারধরে স্কুলছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ০৩:৪৮, ১ মে ২০১৭

কালকিনিতে প্রধান শিক্ষকের মারধরে স্কুলছাত্রী হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ এপ্রিল ॥ প্রাইভেট না পড়ার জের ধরে কালকিনিতে জাসিয়া আক্তার (১১) নামের এক শিক্ষার্থীকে বেদম মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন রাজদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন। এর প্রতিবাদ করার অপরাধে শিক্ষার্থীর বাবা আতিকুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের আতিকুর রহমান শিকদারের মেয়ে জাসিয়া আক্তার তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন প্রাইভেট পড়ে আসছে। কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রাইভেট পড়া বন্ধ করলে প্রধান শিক্ষক সরোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে জাসিয়া আক্তারকে শ্রেণীকক্ষে বসে বেদম মারধর করেন। পরে জাসিয়া আক্তারকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে আমরা দেখতে রবিবার হাসপাতালে গিয়েছি। তার ওপরে যে নির্যাতন করা হয়েছে তা অমানবিক। আমি ব্যবস্থা নিচ্ছি।
×