ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলি ॥ আহত ৫

প্রকাশিত: ০৩:৪৮, ১ মে ২০১৭

মেঘনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলি ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে এক ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় চার ঘণ্টা নদীতে খেয়া পারাপার বন্ধ থাকে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টায়। জানা গেছে, উপজেলার মেঘনা নদীতে খাগকান্দা ইউনিয়ন অংশে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়িসংলগ্ন নতুন সদ্যার চর ভেসে উঠায় কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকার জয়নাল, খোকন, ইয়াছিন, রুবেল, মধ্যারচর এলাকার জলিল, জসু, সফিকুলসহ একটি সংঘবদ্ধদল কিছুদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে খাগকান্দা এলাকায় মেঘনা নদীভাঙ্গনের আশঙ্কা দেখা দেয়ায় এলাকাবাসী তাদের বালু উত্তোলনে নিষেধ করে। কিন্তু বালু সন্ত্রাসীরা বাধা অমান্য করে বালু উত্তোলন করতে থাকে। ফলে রবিবার বেলা ১১টায় খাগকান্দা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য রফিকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বালু সন্ত্রাসীদের ধাওয়া দেয়। এতে বালু সন্ত্রাসীরা প্রথমে পিছু হটলেও কিছুক্ষণ পরে আবারও তারা তিনটি স্প্রিডবোর্ডযোগে এসে এলাকাবাসীকে লক্ষ্য করে ছউরা গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ককটেল পানিতে পড়লেও গুলিতে রফিক মেম্বার, আলামিন, দুলাল, খাজা, নূর আলামিন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পরে এলাকাবাসী বেশ কয়েকটি ট্রলারযোগে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
×