ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্ত্রীর মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ০৩:৪৬, ১ মে ২০১৭

স্ত্রীর মামলায়  কারাগারে পুলিশ  কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্ত্রীর দয়েরকৃত মামলায় চট্টগ্রামের পটিয়া থানা থেকে প্রত্যাহারকৃত (ক্লোজড) ওসি রেফায়েত উল্লাহ চৌধুরীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে আসামি পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুল আমিন বিপ্লব জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে খুলনা জেলা কারাগারে পাঠিয়ে দেয়। স্ত্রী নাছরিন আক্তার রুমা তার স্বামী পুলিশ অফিসার রেফায়েত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে চলতি বছরের ১৮ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। স্ত্রীর মামলা দায়েরের পর ওসি রেফায়েত উল্লাহকে চট্টগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করে রাখা হয়েছে। রবিবার এ মামলার পূর্ব নির্ধারিত শুনানির দিন ধার্য ছিল। আদালতে জামিন শুনানিতে বাদী পক্ষে অংশ নেন জেলা জজ আদালতের পিপি কাজী আবু শাহীন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অলোকা নন্দা দাস প্রমুখ।
×