ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৩:৪৬, ১ মে ২০১৭

 টু   ক  রো  খ   ব   র

আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩০ এপ্রিল ॥ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ওরফে রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল সূত্রে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামী লীগ নেতা ফজলুল জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলে এসে বিএনপি নামধারী দেলোয়ার হোসেন এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে তার দু’হাত, পা, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এদিকে পৃথক ঘটনায় একই সময় সদরের চরমনসা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ ছয়জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে জাফর ও জসিমকে আটক করেছে সদর থানা পুলিশ। এছাড়া শহরের বাঞ্ছানগর থেকে ৪০ পিস ইয়াবাসহ জেলা আওয়ামী সৈনিক লীগ সভাপতি আব্দুর রহিম সওদাগরকে পুলিশ গ্রেফতার করেছে। সদর উপজেলার চরমনসা গ্রামের মারামারির ঘটনায় আহত আব্বাস ও তার লোকজন চিকিৎসা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। এ সময় প্রতিপক্ষ হাসপাতালে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। মামলা তুলে নিতে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা দিয়ে লুটপাট ও মারধরের ঘটনায় থানায় মামলা করায় প্রতিপক্ষের লোকজন বাদীকে হাত-পা কেটে পঙ্গু করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জামিনে বেরিয়ে এসে বাদীকে এলাকা ছাড়া করতে মরিয়া হয়ে ওঠেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আতলাশপুর এলাকায়। মামলার বাদী নাসরিন বেগম জানান, তার পিতা জমির উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার কাদির মিয়ার ছেলে আলমগীর, জাহাঙ্গীর, রাশিদুল, মিয়ার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে একাধিকবার ওই প্রতিপক্ষ তার পিতা জমির আলী, মাতা হালিমা বেগমসহ পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হলে প্রতিপক্ষ আদালত থেকে জামিন নেয়। ফের বাড়িতে প্রবেশ করে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনকে হাত-পা কেটে পঙ্গু করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বাদী ও পরিবারের লোকজন নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়া রয়েছে। পাকশী ইউপি চেয়ারম্যান আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন এলাকা থেকে পাকশী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনামুল হক বিশ্বাস ও তার ছেলে রকি বিশ্বাসসহ পাঁচজনকে গ্রেফতার ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। থানা সূত্র জানায়, শনিবার রাতে পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়। যৌথ বাহিনী এনামুল হক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাসকে ৩০ রাউন্ড পিস্তলের, পাঁচ রাউন্ড বন্দুকের গুলি ও বেশকিছু গুলির খোসাসহ গ্রেফতার করে। এ সময় এনামুল হক বিশ্বাসকেও আটক করা হয়। একইভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন, জীবন ও লিটনকে গ্রেফতার করা হয়। ফেনসিডিলসহ বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩০ এপ্রিল ॥ পটুয়াখালীতে ১ হাজার ৮১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতা বুনিয়ায় মাদকের চালান পৌঁছে দিতে গেলে একটি প্রাইভেটকার ও মাদকসহ ওই বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতের নাম মাইনুল ইসলাম লিংকন। জানা গেছে, প্রাইভেটকারটিকে ধাওয়া করে। পুলিশের অস্তিত্ব টের পেয়ে গাড়িটি পুলিশের দলটিকে চাপা দিতে গেলে পুলিশের মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির ভেতর থেকে লিংকনসহ মাদকের চালান উদ্ধার ও জব্দ করে পুলিশ। ভিডিও কনফারেন্স উপলক্ষে আলোচনা নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ এপ্রিল ॥ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৩ মে অনুষ্ঠিতব্য সাভারের সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। ডাঃ এনামুর রহমান এমপি বলেন, আগামী ৩ মে সকালে জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সাভারবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, পৌর মেয়র আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (মানিক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিয়ানীবাজার উপজেলার চন্দ্রগ্রামে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাত ২টার দিকে ১৫-২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল সাবেক ইউপি সদস্য এবং আমেরিকা প্রবাসী দুদু মেম্বারের বাড়িতে হানা দিয়ে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার, আমেরিকান ডলার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। জান যায়, গত ২৩ এপ্রিল দুদু মিয়ার আমেরিকা প্রবাসী পুত্রের বিয়ে হয়েছে। বিয়ের স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
×