ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দু’বছর আটক থাকার পর দেশে ফিরল ছয় শিশু-কিশোর

প্রকাশিত: ০৩:৪৫, ১ মে ২০১৭

দু’বছর আটক থাকার পর দেশে ফিরল ছয় শিশু-কিশোর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগার শুভায়ন হোমে প্রায় দু’বছর আটক থাকার পর হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ছয় বাংলাদেশী শিশু-কিশোর। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সব আনুষ্ঠানিকতা শেষে হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের সবার বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। পরে তাদের পরিবারের লোকজনের কাছে তুলে দেয়া হয়। এ সময় সেখানে বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিসহ শুভায়ন হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান, এসব শিশু-কিশোর কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তপথ ধরে কাজের সন্ধানে দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ করে। আবার অনেকে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে চলে যায়। পরে তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। দেশে ফিরে আসা শিশুরা হলোÑ কুড়িগাম জেলার চন্দ্রঘোনা থানার আখতারি ছিটমহলের হাসেন আলীর ছেলে রাজু ইসলাম (১১), নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাজ গ্রামের হোসেন আলীর ছেলে মুসে আলী (১৩), নাগেশ্বরী উপজেলার বিন্নাবাড়ী গ্রামের মৃত নবি উদ্দিনের ছেলে তসলিম আলী (১০), ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রঘোনা গ্রামের জামাল রহমানের ছেলে জাহিদ হাসান (১৬), চন্দ্রঘোনা থানার আখতারি ছিটমহলের হোসেন আলীর ছেলে দুলাল আলী (১২) ও বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে নুরুল ইসলাম (১৭)। ফিরে আসা শিশু রাজু ইসলাম জানায়, অভাবের তাড়নায় কাজের সন্ধানে তার বাবা-মার হাত ধরে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে সে বাবা-মাসহ নির্মাণাধীন ভবনে ইট তোলার কাজ করত। একপর্যায়ে বাড়ি ফিরে আসার সময় বিএসএফের হাতে ধরা পড়ে তারা। রাজু ইসলাম শুভায়ন হোমে আটক থাকলেও তার বাবা-মা ভারতের বহরমপুর জেলহাজতে এখনও আটক রয়েছে।
×