ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রশান্ত মহাসাগরে জাপানের যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০৩:২৯, ১ মে ২০১৭

প্রশান্ত মহাসাগরে জাপানের যুদ্ধজাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জাপান তার সবচেয়ে বড় যুদ্ধজাহাজকে প্রশান্ত মহাসাগরে প্রেরণ করেছে। উত্তর কোরিয়াকে নিয়ে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাপান যুদ্ধজাহাজটিকে সেখানে পাঠিয়েছে বলে সংবাদমাধ্যমগুলোকে রবিবার জানিয়েছে। যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে। খবর এএফপির। জাপানের শীর্ষস্থানীয় দৈনিক আশাহি শিম্বুন ও জিজি প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, হেলিকপ্টারবাহী আইজুমো যুদ্ধজাহাজটি সোমবার টোকিওর দক্ষিণে অবস্থিত ইয়োকোসুকা বন্দর ছেড়ে যায়। এটি জাপানের প্রথম বিস্তৃতি, যা দেশের নৌবাহিনীর মহড়ার একটি অংশ হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য জাহাজকে সহায়তা করবে।
×