ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অঙ্গ প্রতিস্থাপনে এগিয়ে স্পেন

প্রকাশিত: ০৩:২৯, ১ মে ২০১৭

অঙ্গ প্রতিস্থাপনে  এগিয়ে স্পেন

অঙ্গ প্রতিস্থাপনে স্পেন এখন বিশ্বে শীর্ষস্থানীয়। গত ২৫ বছরে দেশটি এ অবস্থানে উঠে এসেছে। গত বছর স্পেনের ডাক্তাররা ৪ হাজার ৮১৮টি অঙ্গ প্রতিস্থাপন করেছেন। এর মধ্যে কিডনি প্রতিস্থাপন করেছেন ২ হাজার ৯৯৪টি। অঙ্গদাতাদের সংখ্যার দিক থেকে স্পেন এগিয়ে। গত বছর প্রতি ১০ লাখে দেশটি অঙ্গ প্রদানকারীর সংখ্যা ছিল ৪৩ দশমিক ৪, যা তার আগের বছর ছিল ৪০ দশমিক ২। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এ হার ছিল ২৮ দশমিক ২, ফ্রান্সে ২৮ দশমিক ১ এবং জার্মানিতে ১০ দশমিক ৯ জন। কাউন্সিল অব ইউরোপ এই পরিসংখ্যান দিয়েছে। হুয়ান বেনিতো নামে ৬৩ বছর বয়সী একজন বয়লার মেকার সম্প্রতি মাদ্রিদের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেছেন। হাসপাতালে তার স্ত্রী জানিয়েছেন, ঘটনাটি তাদের কাছে লটারি জেতার চেয়েও অনেক বড় বিষয় ছিল। তিনি তার স্বামীর বেঁচে থাকার আশা এক রকম ছেড়েই দিয়েছিলেন। কিন্তু তিনি এখন স্বামীকে নিয়ে সমুদ্র বিহারে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। কারণ, তাকে প্রতি রাতে কিডনি ডায়ালিসিসের মতো কঠিন কাজ আর করতে হবে না। প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করতে চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। একদিন আগে মারা যাওয়া এক নারীর দেহ থেকে ওই কিডনি সংগ্রহ করা হয়েছিল। -ওয়েবসাইট
×